Homeএখন খবরলক্ষ্মীবারে নিম্নমুখী সোনা-রুপোর দর, দেখে নিন বিভিন্ন শহরের সোনার দাম

লক্ষ্মীবারে নিম্নমুখী সোনা-রুপোর দর, দেখে নিন বিভিন্ন শহরের সোনার দাম

ওয়েব ডেস্ক : বিশ্ববাজারে যেভাবে নিম্নমুখী সোনা তাতে গত কয়েকদিন ধরেই এদেশের বাজারে ক্রমশ নিম্নমুখী সোনা। এর জেরে সোনার দাম ক্রমশ কমতে শুরু করেছে।

বৃহস্পতিবার লক্ষ্মী বারে সোনার দাম অনেকটাই পড়ে গিয়েছে। এদিন এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দর পড়েছে ০.৪৫ %। ফলে বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৪৯,২৯৩ টাকা। বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৪৯০১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯০১০০ টাকা। এদিকে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৫০০১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০০১০০ টাকা।

তবে শুধুমাত্র সোনা নয়, সোনার সঙ্গে পাল্লা দিয়ে বৃহস্পতিবার রুপোতেও ব্যাপক হারে পতন দেখা গিয়েছে। রুপোতে ৩ শত পতন দেখা যাচ্ছে। ১ গ্রাম রুপোর দাম ৫৮.৫০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৪৬৮ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৫৮৫ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৫৮৫০ টাকা, ১ কেজি রুপোর দাম ৫৮৫০০ টাকা।

এদিকে দেশের অন্যান্য শহরগুলিতে এদিন সোনার দাম ভিন্ন। বৃহস্পতিবার চেন্নাইতে ২৪ ক্যারেটে সোনার দাম ছিল ৫১,৮৭০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম রয়েছে ৪৭,৫৫০ টাকা। মুম্বইতে এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৮,৪০০ টাকা। ২৪ ক্যারেটে সোনার দাম ৪৯, ৪০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৮,৩৫০ টাকা। ২২ ক্যারেটে রাজধানীতে সোনার দাম ৪৮,২৫০ টাকা।

RELATED ARTICLES

Most Popular