Homeএখন খবরবীরভূমে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরনের পর বেপাত্তা তৃনমূল নেতা , হাত উড়ে...

বীরভূমে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরনের পর বেপাত্তা তৃনমূল নেতা , হাত উড়ে গেছে বলে দাবি গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতা: ফের বীরভূমে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরনে এক তৃনমূল নেতার হাত উড়ে গেছে বলে দাবি করলেন স্থানীয় গ্রামবাসীরা। আর ঘটনার পরই তাঁকে গোপন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এমনটাও দাবি উঠেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার ঘটনাটি ঘটেছে বীরভূমের  পাড়ুইয়ের থানা এলাকার লেবড়া গ্রাম। আহত বাপী শেখ ওই বুথের দলীয় সভাপতি বলে জানা গেছে।  গ্রামবাসীদের দাবি, এদিন গ্রামের বাইরে ফাঁকা মাঠে বসে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় অসাবধানতা বশত বিস্ফোরণে হাত উড়ে যায় বাপি শেখের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়৷  জখম তৃণমূল নেতাকে তড়িঘড়ি সরিয়ে ফেলা হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার কোনো হদিশ মেলে নি। মুখে কুলুপ এঁটেছেন তৃণমূল ও পুলিস উভয়েই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে বোমার আঘাতে বাপি শেখ যে জখম হয়েছেন তা স্পষ্টই বলেছেন গ্রামবাসীরা। তবে জখম হওয়ার পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা অবশ্য বলতে পারেন নি গ্রামবাসীরা। গ্রামের এক খেতমজুর জানিয়েছেন, ”বিকেল বোমা ফাটার আওয়াজ পাই। শুনি বাপি হাত লেগেছে৷ ঘটনাস্থলে এসে দেখি রক্ত পরে রয়েছে। আর কিছু বলতে পারব না। কি করে বোমা ফাটল তাও জানি না।” ঘটনার পর স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন সকালেই বোমা উদ্ধার হয়েছে বীরভূমেরই  নানুরে। ন-নগর গ্রামে গোপন সুত্রে খবর পেয়ে অভি্যান চালিয়ে প্লাস্টিকের দুটি জারের মধ্যে রাখা কৌটো বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে।কি উদ্দেশ্যে এত বোমা মজুত করা  হয় তা নিয়ে জল্পনা তুঙ্গে।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোন্ব ডিস্পোজাল টিমকে। এত সবেরও পর বারংবার ঘটনা ঘটেই চলায় বীরভূম যে কার্যত বারুদের স্তুপের ওপরেই বসে আছে তা আর বলার অপেক্ষা রাখেনা। 

RELATED ARTICLES

Most Popular