নিজস্ব সংবাদদাতা: মায়ের শরীর খারাপ তাই হাতুড়ে ডাক্তারের কাছে ওষুধ আনতে গিয়েছিল নাবালিকা। ফাঁকা পেয়ে অসভ্যতা করে কাকুর বয়সী ওই হাতুড়ে। ঘটনা জানাজানি হতেই ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে কয়েকদিন ধরেই জ্বরে কহিল ওই নাবালাকির মা। মঙ্গলবার রাতে জ্বর অসম্ভব বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে রাতে ঘাটাল পুরসভার ১১নম্বর ওয়ার্ডের ওই হাতুড়ে শ্রীকান্ত বেরার কাছে নাবালিকা যায় রাতেই। সেই সময় চেম্বার ফাঁকা ছিল আর সেই সুযোগ নিয়ে নাবালিকাকে আপত্তিকর ভাবে ধরে শ্রীকান্ত। অশালীন আচরন করেছে হাতুড়ে উপলব্ধি করেই কোনও রকম নিজেকে ছাড়িয়ে ওষুধ না নিয়েই দৌড়ে বাড়িতে চলে আসে নাবালিকা । কেন সে ওষুধ আনেনি জানতে চাইলে ঘটনার কথা বাড়ির লোকেদের জানায় সে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপরই বাড়ির লোকেরা উত্তেজিত অবস্থায় চেম্বারে এসে হামলা করে ৷ স্থানীয়রাও মারধর শুরু করে শ্রীকান্তকে । খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ এসে শ্রীকান্তকে উদ্ধার করে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে তাকে ৷ বুধবার ঘাটাল আদালতে পেশ করলে১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক৷