Homeএখন খবরহাতে টাকা নিয়ে বেনজির আন্দোলন ট্যাংরায়, ঘুষ দিচ্ছি সঠিক তদন্ত করুন, পুলিশকে...

হাতে টাকা নিয়ে বেনজির আন্দোলন ট্যাংরায়, ঘুষ দিচ্ছি সঠিক তদন্ত করুন, পুলিশকে বলল জনতা

হাতে টাকা নিয়ে পুলিশকে ঘুষ দিতে চাইছেন মহিলারা 

নিজস্ব সংবাদদাতা: পথ অবরোধে সামিল জনতা হাতে তাড়া তাড়া টাকা আর সেই টাকা নিয়ে পুলিশের দিকে বাড়িয়ে তারা বলছে, আমরাই ঘুষ দিচ্ছি কিন্তু তদন্তটা সঠিক করুন। বৃহস্পতিবার সকালে ট্যাংরা থানার গোবিন্দ খটিক লেনের বাসিন্দারা বলেন , যদি ঘুষ নিয়েই তদন্ত হবে তাহলে তাঁরাও ঘুষ দিতে তৈরি, এমনটাই দাবি সেখানকার বাসিন্দাদের। আর তাই বৃহস্পতিবার সকাল থেকেই হাতে টাকা নিয়ে পথ অবরোধ শুরু করেছেন বাসিন্দারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনা ঘটেছিল মঙ্গলবার রাতে। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে  পুত্রবধূর অপহরণ ঠেকাতে গিয়ে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হয় গোপাল প্রামাণিকের। অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালক ও আর একজনকে গ্রেফতার করলেও তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ট্যাংরার পরিস্থিতি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিক্ষোভকারীদের অভিযোগ, ঘুষ নিয়ে অপহরণ ও খুনের ঘটনাকে দুর্ঘটনা বলে চালাতে চাইছে পুলিশ। টাকা নিয়ে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তেমন হলে তাঁরাও ঘুষ দিতে প্রস্তুত। বৃহস্পতিবার সকাল থেকেই গোবিন্দ খটিক লেনের বাসিন্দারা হাতে টাকা নিয়ে রাস্তায় বসে পড়েন। রাস্তায় জলের ড্রাম ফেলে দেওয়া হয়। এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ট্যাংরা থানাতে গিয়ে পুলিশকে টাকা দেওয়ার চেষ্টাও করেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাদানুবাদও হয়। গোবিন্দ খটিক লেনে অবরোধ তুলতে গেলেও পুলিশকে দেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের হুমকি, যদি অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণের চেষ্টা ও খুনের মামলা দায়ের না হয়, তাহলে অবরোধ চলবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশের দাবি মৃত্যুকালীন জবানবন্দিতে গোপাল প্রামানিক , তাঁর পুত্রবধূকে অপহরন করা হচ্ছিল এমনটা বলেননি। বলেছিলেন , বেপরোয়া অ্যাম্বুলেন্স তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। চালকদের যেন শাস্তি হয়। কিন্তু গৃহবধূর দাবী তাঁকে অপহরন করা হচ্ছিল দেখেই তাঁর শ্বশুর ঝাঁপিয়ে পড়েন অ্যাম্বুলেন্সের সামনে। পুলিশ এখন মামলা ঘোরাতে চাইছে। জনতা গৃহবধূর দাবির সমর্থনেই পথে নেমেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পথ চলতি সাধারন মানু্ষের দাবী, পুলিশকে ঘুষ নিতে এবং মামলা ঘুরিয়ে দিতে মানুষ এতবার দেখেছে যে এক্ষেত্রে পুলিশ যদি সত্যি তদন্ত করে থাকে তাও মানতে পারছেনা মানুষ। অনেকটা সেই রাখালের পালে বাঘ পড়ার মতই। 

RELATED ARTICLES

Most Popular