নিজস্ব সংবাদদাতা: বীরের অনুকরন করাটা কিশোর বেলার সব চেয়ে প্রিয় নেশা। আর এই নেশায় কখনও সখনও ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। এই বাংলাদেশেই কত ছেলে প্রান হারিয়েছে শহীদ ক্ষুদিরামের ফাঁসির দৃশ্য অনুকরন করতে গিয়ে। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশে। সেখানকার মান্দসৌর জেলার ঘটনার পর পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে অভিভাবকদের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মান্দসৌরের পুলিশ সুপার হীতেশ চৌধুরী জানিয়েছেন ঘটনাটি ঘটেছে আফজলপুর থানার ভোলিয়া গ্রামে। স্কুলে নাটক হয়েছিল। তাতেই প্রথমবার কিশোর জেনেছিল বিপ্লবী ভগৎ সিংয়ের কথা। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান মন ছুঁয়ে গিয়েছিল। নাটকের মঞ্চে ফাঁসির সময় চোখ ভিজে গিয়েছিল কিশোরের। তবে স্কুলের নাটকে ভগৎ সিং হতে পারেনি ছাত্র। তার পরিবর্তে সে একজন পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছিল। নাটকের দৃশ্য ধরা ছিল বাড়ির মোবাইলে। ফিরে এসে সেই মোবাইল দেখেই ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য একা একাই অনুকরণ করতে যায় কিশোর। তাতেই ঘটল বিপত্তি। গলায় ফাঁস লেগেই মৃত্যু হল কিশোরের। হাত থেকে খসে পড়া মোবাইলে তখনও চলেছে নাটকের ভিডিও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শ্রেয়াংশ নামে বছর বারোর ওই কিশোর মধ্যপ্রদেশের মান্দসৌরের বাসিন্দা। বাবা-মায়ের সঙ্গে থাকত সে। কিশোরের পরিবারের দাবি, সদ্যই তার স্কুলে ভগৎ সিংকে নিয়ে একটি নাটক করা হয়। ওই নাটকে পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয়ও করেছিল স্কুল ছাত্র। তবে বিপ্লবী চরিত্র মন ছুঁয়ে গিয়েছিল তার। ফাঁসির দৃশ্য দেখে কেঁদে ফেলেছিল বলেই জানায় কিশোরের পরিবার। স্কুল থেকে বাড়ি ফেরার পরেও বারবার মায়ের কাছে ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য নিয়েই কথা বলতে থাকে কিশোর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তারপর সে একটি ঘরে ঢুকে খেলা করতে শুরু করে। বড়রা কেউই তার দিকে নজর দেননি। বেশ কিছুক্ষণ পরেও সাড়াশব্দ না পেয়ে ঘরে ছুটে যান কিশোরের মা। ঘরে ঢুকে অবাক হয়ে যান তিনি। দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যান থেকে ঝুলছে কিশোর। বিছানায় পড়ে রয়েছে তার হাতে থাকা মোবাইল। তাতে তখনও চলছে ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য। কান্নাকাটি করতে শুরু করেন কিশোরের মা। প্রতিবেশীরা জড়ো হয়ে যান। কিশোরকে উদ্ধার করে মান্দসৌর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে মারা গিয়েছে ওই কিশোর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিশুর পরিজনদের দাবি, ফাঁসির দৃশ্য অনুকরণ করতে গিয়েই বিপত্তি ঘটিয়েছে ওই কিশোর।পুলিশ সুপার জানিয়েছেন এই ঘটনা জানার পরই সতর্ক করা হয়েছে বাবা মা দের কারন অনেকবারই এই বিপত্তি ঘটেছে। আর বিশেষ করে অভিভাবকদের বলা হয়েছে বালক বালিকাদের হাতে মোবাইল দিলে বড়রা যেন কাছাকাছি থাকেন কিশোর কিশোরীদের।