টেক ব্যুরো: ই কমার্স সাইট ফ্লিপকার্টে Flipkart Big Saving Days শুরু হয়ে গিয়েছে। এই সেল চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সেলের দরুন আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় স্মার্টফোনটি আসল দামের থেকে অনেক সস্তায়। চলুন জানা যাক কোন ফোনগুলির অপর চলছে এই অফার।
Poco M2 Pro
৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত এই ফোনে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন গ্রাহক। অর্থাৎ ১৬,৯৯৯ টাকার বদলে ১৩,৯৯৯ টাকায় গারহক ফোনটিকে কিনতে পারবেন।
Apple iPhone SE
Iphone SE এর সিরিজের দাম ৪২,৯৯০ টাকা থেকে শুরু। সেই ফোনটি গ্রাহক এই সেলের দরুন কিনতে পারবেন ৩৫,৯৯৯ টাকায়।
LG G8X
Snapdragon 855+ যুক্ত LG এর ফোন LG G8X এর ওপর পাওয়া যাচ্ছে ১৫,০০০ টাকা ছাড়। সেল চলা কালীন গ্রাহক এই ফোনটিকে কিনতে পারবেন ৩৯,৯৯০ টকায়।
IQOO3
পাওয়ারফুল ফ্ল্যাগশিপ ফোন IQOO3 এর ওপর ৬০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে । ১৮ থেকে ২০ সেপ্টেম্বর এর মাঝে গ্রাহক এই ৩৭,৯৯০ টাকার ফোনটিকে ৩১,৯৯০ টাকায় কিনতে পারবেন।
এছাড়াও Oppo Reno 2F , Redmi K20 Pro এবং Apple Iphone XR এর ওপর ও ছাড় দেওয়া হচ্ছে ২০ তারিখ পর্যন্ত কেবল ফ্লিপকার্টে। এই সুযোগ হাত ছাড়া করবেন না।