Homeরাজ্যউত্তরবঙ্গঅব্যহত চিতা হত্যা , এবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন তিন চিতা...

অব্যহত চিতা হত্যা , এবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন তিন চিতা শাবক! নৃশংসতায় হতবাক বনদপ্তর

উদ্ধার হওয়া তিন শাবকের ক্ষত বিক্ষত দেহ 

নিজস্বসংবাদদাতা: মাত্র একমাস পরেই আবার চিতাবাঘ হত্যার ঘটনা ঘটল উত্তরবঙ্গে। এবার আরও ভয়ংকর যে একই সাথে জলপাইগুড়ি নিউ ডুয়ার্স চা বাগানে তিনটি লেপার্ড ক্যটের শাবককে নৃশংসভাবে খুন করেছে কেউ বা কারা। গোটা ঘটনায় হতবাক হয়ে গেছে বনদপ্তর। শুক্রবার দুপুরবেলা চা বাগানের নালাতে তিনটি লেপার্ড ক্যাটের শাবক মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাগানের শ্রমিকরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপরই খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। নিউ ডুয়ার্স চা বাগানের ৩৯ নম্বর সেকশন থেকে উদ্ধার হয়। দেহ গুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গরুমারা জাতীয় উদ্যান এর লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে ময়নাতদন্ত করা হবে লেপার্ড ক্যাটের  দেহ। তবে প্রশ্ন উঠছে কারা এই শাবক গুলি কে খুন করল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জলপাইগুড়ির বন্যপ্রাণী বিভাগের ডি এফ ও মিশা গোস্বামী জানান, লেপার্ড ক্যাটের মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অস্বাভাবিক মৃত্যু হয়েছে লেপার্ড ক্যাট গুলির। বন্যপ্রাণী আইনে সিডিউল ২ তালিকাভুক্ত। কি কারনে মৃত্যু তা খতিয়ে দেখছে বনকর্মীরা।জলপাইগুড়ির অনারারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, শাবক ৩ টিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারণ চা বাগানের নালার মধ্যে পরপর তিনটি শাবক কে সাজিয়ে রাখা হয়েছিল। পেটের মধ্যে ধারালো অস্ত্রের কোপানোর চিহ্ন পাওয়া গেছে। বনকর্মীরা খোজ চালাচ্ছেন কারা এই ঘটনার সঙ্গে যুক্ত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গত মাসেই হলদিবাড়ি চা বাগানের নালা থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হয়। সেটিকেও পিটিয়ে খুন করা হয়েছিল বলে ময়নাতদন্ত রিপোর্টে প্রমাণ মেলে। বাগানে একের পর এক বন্যপ্রাণী কে পিটিয়ে হত্যার ঘটনায় চিন্তিত কর্মীরা।

RELATED ARTICLES

Most Popular