✍️কলমে: শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
মরীচিকা
ওই দূরে যে রেখাটি মিলিয়ে যায়
তার মধ্যে আছে আস্ত একটা নদী
নরম সকাল অপত্য স্নেহ আর অন্তহীন অপেক্ষা!
নিরালম্ব জীবনে ঝাপসা হয়ে যায় কল্যাণ বোধ
মগ্নতা বুনে যায় বিপরীত প্রতিক্রিয়ারা
প্রতিবিম্বের আড়াল খোঁজে অযাচিত প্রাপ্তি
স্মৃতি তখন ঝরে যাওয়া পাতার মতো অসহায়!
আমি স্বপ্নভঙ্গের আঘাতে ছুটে যাই নদীর পিছুপিছু
পিছনের রাস্তাটা তখন নদী হয়ে যায়
দু’হাত বাড়িয়ে তারা ডাকে মাতা ও মৃত্তিকা
আয় কাছে আয়।
মদিরা
মদের বোতলে লুকিয়েছে আস্ত শহর
গোটা একটা গ্রাম
কাচের শরীর ভুলের হিসেব-নিকেশ
আর ফেলে আসা কবেকার নাম!
এপারে আকন্ঠ ডুবে পুরনো দিন; মনে নেই–
শিল্পপতি চুমো খায় যে ঠোঁটে কবিও সেখানেই।
মায়া বাড়ে রাত ঘন হয়
মদিরায় স্নান। ডুবে যায় মন আরও
সেই টান ভালোবাসার থেকেও বিপদজনক
যার সৃষ্টি যতো সুন্দর তার নেশা ততই গাঢ়!