Homeএখন খবরআজকের রাশিফল । ১১ সেপ্টেম্বর , কেমন কাটবে আজকের দিন !

আজকের রাশিফল । ১১ সেপ্টেম্বর , কেমন কাটবে আজকের দিন !

মেষ

আজ কোনো পুরোনো বন্ধু বা আত্মীয়র সাথে দেখা হবে। আজ স্বাস্থ্য নিয়ে কোনো জটিলতা থাকবেনা। মাথা ঠান্ডা রাখুন , অতিরিক্ত উত্তেজনায় আপনার ভুলে অশান্তি বাঁধতে পারে। আজ কোনো ভাবে উপার্জন এর নতুন রাস্তা খুঁজে পেতে পারেন।

 

 

বৃষ

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ ভালো কাটবে। যারা বিদেশে ব্যবসা করেন তারা বেশি মাত্রায় লাভবান হবেন। আজ শিক্ষার্থীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবেনা। আজ আপনার করা কোনো কাজের কারনে আপনি আপনার প্রিয় মানুষের চোখে খুব দামি হয়ে উঠবেন।

 

মিথুন

বুদ্ধি বলে শত্রু জয় করতে হবে আপনাকে। কুসঙ্গ ত্যাগ করায় শ্রেয় , অন্যথায় বাড়িতে অশান্তি বাঁধতে পারে। নিজেকে সংযত করে রাখুন , কারোর কথায় বেশি উত্তেজিত হয়ে না কথা বলায় আপনার জন্য ভালো। শিক্ষার্থীরা আজ ভালো ফল পাবে। কোনো কারনে মনে অশান্তি থাকবে আজ।

 

কর্কট

কোনো পুরোনো বন্ধুর খবর পেয়ে খুব খুশি হবেন আজ। প্রেমের জন্য আজকের দিনটি স্বরনীয় হয়ে থাকবে । সামাজিক বা পারিবারিক কোনো সমস্যা থাকলে আজ তার নিষ্পত্তি হয়ে যাবে। পাওনা আদায়ে দুর্ভোগ আছে আজ।

 

সিংহ

সারাদিন মাথা ঠান্ডা রেখে চলুন। সংসারে কোনো সমস্যা নিয়ে অশান্তি হতে পারে। ব্যবসায় ক্ষতির কারনে মানসিক কষ্ট থাকবে আজ। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ ভালো। সন্তানের ভালো কাজের জন্য সমাজে নিজের সম্মান বৃদ্ধি পাবেন

 

কন্যা

আজ শরীর নিয়ে কোনো ভোগান্তি থাকবেনা। অযথা খরচ হওয়ায় সারাদিন চিন্তা থাকবে। আত্মীয় ও বন্ধুদের থেকে সাবধান থাকবেন , কাছের কেউ আপনার সমস্যার কারণ হতে পারে। অলঙ্কারের ব্যবসাতে শ্রীবৃদ্ধি হবে।

 

তুলা

উচ্চ শিক্ষার শিক্ষার্থীদের আজ কোনো ভালো খবর আস্তে পারে। শরীর নিয়ে আজ ভোগান্তি থাকবে। সময়সাময়িক পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিন, আপনারই ভালো এতে। বাড়ির কারোর শরীর নিয়ে চিন্তা থাকবে।

 

বৃশ্চিক

কাজের জায়গাতে আপনার করা কোনো ভালো কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে। সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের জন্য সম্মান পাবেন। আজ খুব সাবধানে চলা ফেরা করুন , বিপদ আস্তে পারে। হটাৎ কোনো কিছু পেয়ে আনন্দ পাবেন।

 

ধনু

শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা সহজ হবেনা। আজ সন্তানের কোনো কাজের কারনে গর্ব অনুভব করবেন। গুরুজনদের কথা শুনে চলায় আপনার জন্য ভালো হবে। আজ ব্যবসায় ভালো ফল পাবেন। মাথা ঠান্ডা রাখুন , কম কথা বলুন ।

 

মকর

আজ সারাদিন কোনো না কোনো কারণে ভয় কাজ করবে। কারোর কাছ থেকে কিছু পাওনা থাকলে আজ তা পেয়ে যাবেন। আজ বন্ধুদের কথা না শোনাই ভালো। রাস্তাঘাটে চলার সময় বাড়তি সতর্কতা নিয়ে চলুন।

 

কুম্ভ

আজ আপনার মিষ্টি ব্যবহার আপনার অফিসের উর্ধতন আধিকারিক এর মন জয় করতে পারবেন। শরীর নিয়ে সমস্যা থাকবে। বাড়িতে আজ সেভাবে কোনো সমস্যা হবেনা । কোট কাচারী করতে গিয়ে খরচ বাড়তে পারে। সাবধানে চলাফেরা করুন বিপদ হতে পারে।

 

মীন – আজ মীন রাশির জাতক জাতিকারা কর্মের ক্ষেত্রে কোনো নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। বাড়ির কারোর শরীর নিয়ে চিন্তা থাকবে। সামলে চলুন , কথার ভুলে বাড়িতে অশান্তি হতে পারে।আজ সারাদিন কাজকর্মে সেরকম কোনো সমস্যার সমূখীন হতে হবেনা। প্রেম নিয়ে কোনো জটিলতা থাকলে আজ তা কেটে যাবে ।

RELATED ARTICLES

Most Popular