Homeএখন খবরভাদ্রের ভ্যাপসা গরমের পর অবশেষে বৃষ্টির হাতছানি, রবিবার পর্যন্ত দুই বঙ্গে চলবে...

ভাদ্রের ভ্যাপসা গরমের পর অবশেষে বৃষ্টির হাতছানি, রবিবার পর্যন্ত দুই বঙ্গে চলবে বৃষ্টি

ওয়েব ডেস্ক : ভাদ্রমাস পড়তেই শুরু হয়েছে ভ্যাপসা গরম। টানা গরমে একেবারে নাজেহাল মানুষজন। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে আকাশে কালো মেঘ। ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই চলেছে। দিন কয়েক আগেই এই পূর্বাভাস দিয়েছিলেন আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে। এর জেরে এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। পাশাপাশি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, একই সাথে উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী রবিবার পর্যন্ত কলকাতা–সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। এদিকে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার— এই ৫ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিন বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭° সেলসিয়াস। পাশাপাশি বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস আর সর্বনিম্ন ২৮° সেলসিয়াস। বৃহস্পতিবার বাতাসে আপেক্ষির আদ্রতার পরিমাণ থাকবে ৭৯% কিংবা তার আশেপাশে।

RELATED ARTICLES

Most Popular