মেষ
আজকের দিনটি আপনার জন্য সবদিক দিয়েই অনুকূল থাকবে। জায়গা জমির কাজ কর্ম আজি সেরে ফেলার চেষ্টা করুন। আজ আপনার প্রতিভা ফুটিয়ে তোলার সঠিক সুযোগ পাবেন। অযথা কোনো বিষয়ে ভয় করে বুদ্ধির অপব্যবহার করবেন না , এতে আপনারই ক্ষতি হতে পারে । বাড়তি কথা না বলাই ভালো।
বৃষ
ধর্ম কর্মে নিজেকে নিযুক্ত রাখুন। প্রেমের জায়গাতে মাত্রা ছাড়ানো আবেগ আপনার জন্য বিপদই ডেকে আনবে, নিজেকে সামলে চলুন। হটাৎ করে পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে। আজ কথাবার্তা সাবধানে বলুন , কথার ভুলে অশান্তি হতে পারে ।
মিথুন
আজ নিজেকে সংযত করুন , আপনার দম্ভ আপনার কর্মস্থানে সমস্যার সৃষ্টি করবে। জলপথ এড়িয়ে চলে ভালো। প্রেমের জায়গাতে দিনটি আজ খুব ভালো। পারিবারিক সমস্যা থাকবে আজকের দিনটিতে।
কর্কট
এই রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাতে মিশ্র ফল পাবেন। অতিরিক্ত খরচের সম্ভবনা আছে সাবধানে চলুন। মাত্রাছাড়া রাগ আপনার আপনার জন্য ভালো হবেনা নিজেকে সামলে চলুন। শারীরিক দুর্বলতা থাকবে আজ ।
সিংহ
আজকের দিনটি রাজনীতিবিদদের জন্য বেশ ভালো কাটবে। আজ কোনো ভ্রমনের সিদ্ধান্ত না নেওয়ায় ভালো। বাড়িতে সাবধানে কথা বলুন , মা বাবার সাথে অশান্তি হতে পারে। বন্ধুর সাথে ঝামেলা বাঁধতে পারে , সমাজে চলুন আজ। শিক্ষার জায়গা অনুকূল
কন্যা
কন্যা রাশির জাতক জাতিকারা আজ সকালের দিকে কোনো প্রতিযোগিতায় ভালো ফল করবেন। অর্থের জায়গা অনুকূল । ছোট ব্যবসার জন্য আজকের দিনটি বেশ ভালো কাটবে । আজ বাড়তি আয়ের সম্ভবনা আছে । শরীর এর দিক দিয়েও আজকের দিনটি আপনার সাথ দেবেনা। বাড়ির কোনো সদস্যকে নিয়ে চিন্তা থাকবে আজ।
তুলা
আজ জলপথ এড়িয়ে চলুন । কারোর সাথে বিতর্কে না যাওয়ায় ভালো। দুপুর অবধি সময়টি বেশ ভালো কাটবে। কোনো কারণে আজ মানসিক চাপ বৃদ্ধি পাবে। আজ আপনার ব্যবহারে অন্যকে প্রভাবিত করতে পারবেন । আজ দুপুর অবধি আপনার জন্য বেশ ভালো কাটবে ।
বৃশ্চিক
পারিবারিক সমস্যা মিতে যাবে। আজ সঞ্চয় খুব একটা করতে পারবেন না । কথা কম বলুন , বাড়িতে সমস্যা হতে পারে। দূরে ভ্রমনের জন্য আজকের দিনটি অনুকূল। আজ বাড়িতে প্রতিবেশী আসার সম্ভাবনা আছে । আর্থিক দিক দিয়ে দিনটি খুব খারাপ যাবেনা।
ধনু
পুরোনো কোনো বন্ধুর খবর পেয়ে আনন্দ পাবেন। ব্যবসাতে ঋণ শোধ হওয়াতে মনে আনন্দ পাবেন । রক্তচাপ বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি আজ অনুকূল থাকবে।
মকর
আজকের দিনটি আপনার খুব সাবধানে চলতে হবে। হটাৎ কোনো কারণে মামলা মোকর্দমাতে জড়িয়ে পড়তে পারেন। পেটের সমস্যাই ভুগতে হতে পারে। সমাজে আজ আপনার সম্মান বাড়বে। পেটের বাড়ির অশান্তি বাইরে যাতে না যায় সেই বিষয়ে খেয়াল রাখুন।
কুম্ভ
আজ সব বিবাদ মিতে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুব ভালো কাটবে। ব্যবসাতে পাওনা আদায়ে হিয়র যাবে। অফিসের কোনো সমস্যাও মিটে যাবে। শরীর নিয়ে সতর্ক থাকুন
মীন
আজ মীন রাশির জাতক জাতিকারা কর্মের সঠিক সম্মান পাবেন। কাছের কাউকে নিয়ে পরিবারিক অশান্তি হতে পারে , সাবধানে চলুন। কোনো ভালো খবর আজ আপনাকে খুশি করবে। কাউকে সাহায্য করতে গিয়ে অপবাদ পেতে পারেন। দামি কিছুর প্রাপ্তিযোগ আছে আজ।