নিজস্ব সংবাদদাতা: মাঝে একদিন তারপরই শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে প্রায় ১০ দিন অথচ তার মধ্যেই মেয়ের বিয়ের দিনক্ষন আর লগ্ন স্থির করে ফেলেছে। কিন্তু মেয়ে চায়না বিয়ে করতে অথচ পরিবারের বিরুদ্ধে যেতেও যেতে পারছেনা। মেয়ে সেই দুশ্চিন্তার মধ্যেই চালিয়ে যাচ্ছে পড়াশুনা। যদি শেষ অবধি অঘটন ঘটে বাতিল হয়ে যায় বিয়েটা। শেষ অবধি অবশ্য মনস্কামনা পুর্ন হল কন্যার। খবর পেয়েই পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার পুলিশ গিয়ে বন্ধ করল বিয়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে ডেবরা থানা এলাকার অন্তলা গ্রামের বাসিন্দা নিলমনি বিশই তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাকা কথা বলে নিয়েছিলেন। ঠিক হয়েছিল বিয়ের তারিখও। পরে স্থানীয়রা থানায় খবর পাঠালে ডেবরা থানার পুলিশ ও ব্লক প্রশাসন এসে উপস্থিত থেকে বিয়ে বন্ধ করলো। মাধ্যমিক চলাকালীন বিয়ের তারিখ চুড়ান্ত হয়েছিল বলে জানা গিয়েছিল। পরিবার লিখিত ভাবে পুলিশকে জানিয়েছে যে ১৮ বছর না পেরোলে বিয়ে দেবেনা মেয়ের। ঘটনায় খুশি চতুর্দশী।