Homeএখন খবরঅষ্টাদশীকে ধর্ষনের পর ভাই সমেত খুন, সাত সকালে দিল্লির রাস্তায় পুলিশি এনকাউন্টারের...

অষ্টাদশীকে ধর্ষনের পর ভাই সমেত খুন, সাত সকালে দিল্লির রাস্তায় পুলিশি এনকাউন্টারের খতম দুই দুস্কৃতি

নিজস্ব সংবাদদাতা: বছর পাঁচেক আগের ঘটনা। রাজধানী দিল্লির কারওয়াল নগর এলাকায় এক রাতে ভাইয়ের সংগে নিজের ঘরে শুয়েছিল এক অষ্টাদশী। ভোর বেলায় উদ্ধার হয় দিদি ও ভাইয়ের হাত পা বাঁধা মৃতদেহ। দিদির শরীর থেকে খুলে নেওয়া হয়েছিল পোশাক। বর্বরতার চিহ্ন ছিল সারা শরীরময়। ১০বছরের ভাই ও ১৮বছরের দিদির সেই মর্মান্তিক পরিনতিতে শিউরে উঠেছিল দিল্লি। ৫বছর পর, সোমবার ভোরে রাজধানীর রাস্তায় শুট আউটেদিল্লির পুলিশের গুলিতে সেই কুখ্যাত দুই দুষ্কৃতি খতম হয়েছে বলে জানাল দিল্লি পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে ওই দুই দাগী দুষ্কৃতির নাম রাজা কুরেশি ও রমেশ বাহাদুর। পুলিশের খাতায় খুন ও ডাকাতির বহু মামলায় নাম আছে তাদের।
দিল্লি পুলিশের বিশেষ সেল সূত্রে জানা গেছে ওই দুটি ভয়াবহ খুনের পাশাপশি সম্প্রতি কারওয়াল নগরে একটি খুনের ঘটনায় তাদের নাম জড়িয়েছিল। ছিল ডাকাতি ও রাহাজানির একাধিক অভিযোগ। সে
সোমবার সকালে তখনও ঘুম ভাঙেনি দিল্লির প্রহ্লাদ নগরের বাসিন্দাদের। আচমকাই গুলি বিনিময়ের শব্দে আতঙ্কির হয়ে পড়েন তাঁরা। বাড়ির বাইরে বেরিয়ে দেখেন দুই ব্যক্তির দেহ পড়ে রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছেন বিশাল পুলিশবাহিনী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিল্লি পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রোহিনী এলাকার পুর প্রহ্লাদপুনে অভিযান চালায় তারা। সেসময় পুলিশের চোখে ধুলো দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ওই দুই দুষ্কতী।তাদের আটকানোর চেষ্টা করতেই পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালায়। পুলিশ পালটা গুলি চালাতেই খতম হয় ওই দুজন। তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনারর পি এস কুশওয়া জানান, দক্ষিন পূর্ব দিল্লিতে এনকাউন্টারে খতম ওই দুই দুস্কৃতি রবিবার রাতে কিংবা সোমবার ভোর রাতে কোনও দুষ্কর্ম ঘটিয়ে ফিরছিল কিনা তার খোঁজ নেওয়া হচ্ছে। 

RELATED ARTICLES

Most Popular