Homeএখন খবররাত পোহালেই মাধ্যমিক, 'হাঙ্গামা' রাত জাগছে সবংয়ের গ্রাম

রাত পোহালেই মাধ্যমিক, ‘হাঙ্গামা’ রাত জাগছে সবংয়ের গ্রাম

সবংয়ের কৃষ্ণপলাশীর বৃন্দাবনে 

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের পুলিশ কর্নধারের কড়া হুকুম রয়েছে মাধ্যমিক পরীক্ষার সময় পুলিশ যেন মাইকের দাপাদাপির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার নওগাঁ গ্রাম পঞ্চায়েতের ‘কৃষ্ণপলাশী’ গ্রাম সম্ভবত পুলিশ শাসনের বাইরে তাই এখানে সন্ধ্যার পর মাইকের দাপট চলে আর  রাত ১০ টার পর থেকেই সেই দাপটে কানপাতা দায় কারন ডিজের সংগে তখন কোমর দুলিয়ে চলে বসনছাড়া ”হাঙ্গামা।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাঘি পূর্ণিমা উপলক্ষ্যে ৮দিনের মেলা চলছে কৃষ্ণপলাশীতে। কৃষ্ণপলাশীর এই মেলা যত না নাম করেছেন তারও চেয়ে বেশি নাম করেছে মেলার ‘হাঙ্গামা’ ড্যান্সের প্রোগ্রাম। আশেপাশের গ্রাম তো দুরের কথা পটাশপুর, নারায়নগড়, পিংলা এলাকার মানুষও ছুটে আসে রাতের এই হাঙ্গামা দেখতে। রাত যত বাড়ে, বসন ততই খুলে পড়ে। গত কয়েকবছরে এই সংস্কৃতিই পুষ্ট হয়েছে গ্রাম বাংলায়, পরিবর্তনের জামানায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেলা কমিটির মাতব্বরেরা এলাকার শাসকদলের ছোট বড় নেতা। সাংসদ মানস ভূঁইয়া কিংবা বিধায়ক গীতা রানী ভূঁইয়ার একান্তই অনুগত।  তাই কারও বলার কিছু নেই। এখানে ‘দিদিকে বল’ র নম্বর লাগেনা, মানে কেউ নম্বর লাগাতে চায়না। দিদির নম্বর লেগে অভিযোগকারীরও নম্বর লেগে যেতে পারে তাই প্রানের ভয় বড় ভয়, চুলোয় যাক সংস্কৃতি, চুলোয় যাক মাধ্যমিক পরীক্ষা বরং ভাল ওই স্বল্প বসানোর নেই কাপড়ের দেশ আর মায়াবি শরীর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কৃষ্ণপলাশী ছাড়াও আশেপাশের বেলকি, বাড়কমল, চুরকা সহ আরও কয়েকটি গ্রামের প্রায় বাড়িতেই হয় মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আশে পাশের চাঁদকুড়ি , নওগাঁ হাইস্কুলের ছাত্রছাত্রীদের পড়াশুনার ব্যাঘাত ঘটছে , মনোসংযোগ করতে পারছেনা। তাতে কিছু যায় আসেনা, বছরে মাত্র একবারই তো হাঙ্গামা!

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবারের পর সোমবারও শুরু হতে চলেছে হাঙ্গামা। রাত ১০টার পর শুরু হবে উদ্দাম, অশ্লীল নাচ, খসে পড়বে একটার পর একটা কাপড়। মাইকে কমিটির সতর্ক ঘোষনা, মোবাইল কিংবা ক্যামেরায় ছবি তোলার চেষ্টা হলেই ওপাশে কাপড়ের মতই এপাশে হাত খসে পড়বে। আজ খড়গপুরের বানজারা টিমের হাঙ্গামা, আরও উগ্র, আরও নগ্নতা। রাত পোহালেই মাধ্যমিক, পরীক্ষার্থীরা ঘুমোতে পারছেনা, রাত জাগছে সবং।

RELATED ARTICLES

Most Popular