নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগে জন্ম নিয়েছে ছেলে। করোনা কালেও তাই হাসি ফুটেছিল পরিবারের মুখে কিন্তু সে হাসি বাসি হতে সময় লাগল মাত্র ২১ দিন। সন্তান জন্মের ২১দিন, হিন্দু জনগোষ্টির নিয়মানুসারে জন্মাশৌচ। নখ, চুল ইত্যাদি পরিত্যাগ করে স্নান করে শুদ্ধ হওয়ার দিন।
আর সেটা করতে গিয়েই নদীতে তলিয়ে গেলেন বাবা। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর গ্রামীন থানার রাজপুরা গ্রামে সোমবার দুপুর তিনটে নাগাদ। রাজপুরা একটি অখ্যাত গ্রাম হলেও পাশাপাশি বড় গ্রামের নাম মুকসুদপুর। মুকসুদপুর রাজপুরার ডাকঘরও বটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ওই দিন বেলা ৩টা নাগাদ। পরিবারের সমস্ত সদস্যরাই শৌচকর্ম করার জন্য জড়ো হয়ে ছিলেন গ্রামের প্রান্তে কাঁসাইয়ের পাড়ে। এমনিতেই গ্রামের মানুষের নিত্য কাঁসাই স্নান, স্নান করতেন ওই যুবকও কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে কাঁসাইয়ের রূপ বদলেছে।
চেনা কাঁসাই বদলে গেছে। স্নান করতে গিয়ে সেই কাঁসাইতে পা হড়কে গভীরে চলে যান যুবক। প্রবল স্রোতে ভেসে যেতে থাকেন। দু’একজন উদ্ধারের চেষ্টা করলেও লাভ হয়নি। জলের তোড়ে হারিয়ে যায়ন যুবক।খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় খড়গপুর গ্রামীন থানার পুলিশ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে খবর পাঠানো হয়।
সন্ধ্যের মুখে এসে পৌঁছায় স্বেচ্ছাসেবক দলটি। হওয়ার ভেলা বা র্যাফ্ট নামিয়ে তল্লাশি চালিয়ে প্রায় ৮ ঘন্টা পর উদ্ধার হয় যুবকের মৃতদেহ। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম মিঠুন নায়েক। ২৭ বছরের মিঠুনের দেহ ময়নাতদন্ত হয় মঙ্গলবার খড়গপুর মহকুমা হাসপাতালে। ওই দিনই দেহ পৌঁছায় রাজপুরা গ্রামে। শোকে ভেঙে পড়েছে পুরো গ্রাম।