Homeএখন খবরশনিবারও অব্যাহত সোনার মূল্যবৃদ্ধি, রূপোর দর বাড়ল রেকর্ড গড়ে

শনিবারও অব্যাহত সোনার মূল্যবৃদ্ধি, রূপোর দর বাড়ল রেকর্ড গড়ে

ওয়েব ডেস্ক: টানা কয়েকদিন সোনার দামের পতনের পর ফের বাড়ছে সোনার দর। শনিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দামের মূল্য বৃদ্ধি হয়েছে। এদিন ১ গ্রাম সোনার দাম ৫০৪১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০৩২৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫০৪১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০৪১০০ টাকা।

এদিকে শুক্রবারও এমসিএক্স অক্টোবর ফিচারে সোনার দর ০.৩% বেশি ছিল। এর ফলে এদিন ১০ গ্রামের সোনার দাম এদিন দাঁড়ায় ৫০, ১৮০ টাকা।

তবে শুক্রবারের তুলনায় শনিবার ২৪ ক্যারেটে সোনার দাম বেশ খানিকটা কম রয়েছে। এদিন ১ গ্রাম সোনার দাম ৫১৪১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪১১২৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫১৪১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫১৪১০০ টাকা। এদিকে শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেটে সোনার দাম ছিল ৫২,৮৮০ টাকায়।

এদিকে সোনার পাশাপাশি রূপোর দামেও বৃদ্ধি পেয়েছে। শনিবার ১ গ্রাম রুপোর দাম ৬৬.৩১ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫৩০.৪৮ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬৬৩.১০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬৬৩১ টাকা, ১ কেজি রুপোর দাম ৬৬৩১০ টাকা। শুক্রবার ১ কেজিতে রূপোর দাম ছিল ৬৫, ৬৭৫ টাকা।

শুক্রবার দেশের অন্যান্য শহরে সোনার দাম খানকটা কমেছে। শুক্রবার চেন্নাইতে ২৪ ক্যারেটে সোনার দাম ছিল ৫৪, ২৮০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম ৪৯, ৭৬০ টাকা। অন্যদিকে, মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৫০,৩৬০ টাকা। ২৪ ক্যারেটে ৫৪,২৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৫০, ৬১০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫৫, ২১০ টাকা।

RELATED ARTICLES

Most Popular