বিশেষ প্রতিবেদন , টেকডেস্কঃ ভারতের প্রথম 5G ফোন হিসাবে Realme কয়েকদিন আগেই আত্মপ্রকাশ করেছে Realme X50 Pro। এছাড়াও এটি হলো এই বাজেট সেগমেন্টের প্রথম ফোন যেখানে ব্যাবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও Realme X50 Pro . ফোনটিতে রয়েছে ৬৫ ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং টেকনোলজি। ভারতে রিয়েলমি এক্স ৫০ প্রো ৫জি এর দাম শুরু হচ্ছে ৩৭,৯৯৯ টাকা থেকে। এই দামের মধ্যে ফোনটিতে থাকা স্পেসিফিকশন নজর কেড়েছে , স্মার্টফোন প্রেমীদের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একনজরে :
1. | RAM | 6GB / 8GB / 12GB |
---|---|---|
2. | STORAGE | 128GB/ 256GB |
3. | CAMERA | 64 MP |
4. | PROCESSOR | SNAPDRAGON 865 5G |
5. | COLOUR | MOSS GREEN / RUST RED |
ফোনটির উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট :
5G নেটওয়ার্ক :
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্টের করে। অর্থাৎ এই ফোনটিকে আপনি ফিউচার রেডি ফোন হিসাবেও কিনতে পারেন। এই ফোনে আপনি পাচ্ছেন শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ( এক্স ৫৫ মডেম) । এছাড়া থাকছে ওয়াই ফাই ৬ ফিচার। যার ফলে ৩.৪৫ জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড এবং ৯০০ এমবিপিএস পর্যন্ত আপলোড স্পিড পাওয়া যাবে। এই স্পিড যেকোনো ফোরজি নেটওয়ার্কের চেয়ে ১০ গুন্ বেশি। নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বললে এই ফোনে ৩৬০ ডিগ্রী সারাউন্ড অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে, যা আপনার ফোনের ব্যাবহারের সময় দেবে দুর্দান্ত অভিজ্ঞাতা । এই এন্টেনা সিস্টেম ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই নেটওয়ার্ক মডিউলের উপর কাজ করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});