Homeএখন খবরনানান অত্যাধুনিক ফিচার সঙ্গে করে , দেশের প্রথম 5G ফোন বাজারে আনল...

নানান অত্যাধুনিক ফিচার সঙ্গে করে , দেশের প্রথম 5G ফোন বাজারে আনল Realme

Realme X50 Pro

বিশেষ প্রতিবেদন , টেকডেস্কঃ ভারতের প্রথম 5G ফোন হিসাবে Realme  কয়েকদিন আগেই আত্মপ্রকাশ করেছে Realme X50 Pro। এছাড়াও এটি হলো এই বাজেট সেগমেন্টের প্রথম ফোন যেখানে ব্যাবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও Realme X50 Pro . ফোনটিতে রয়েছে ৬৫ ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং টেকনোলজি। ভারতে রিয়েলমি এক্স ৫০ প্রো ৫জি এর দাম শুরু হচ্ছে ৩৭,৯৯৯ টাকা থেকে। এই দামের মধ্যে ফোনটিতে থাকা স্পেসিফিকশন নজর কেড়েছে , স্মার্টফোন প্রেমীদের।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});





একনজরে : 


1.RAM6GB / 8GB / 12GB
2.STORAGE128GB/ 256GB
3.CAMERA64 MP
4.PROCESSORSNAPDRAGON 865 5G
5.COLOURMOSS GREEN / RUST RED

ফোনটির উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট :

5G নেটওয়ার্ক  :


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এই স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্টের করে। অর্থাৎ এই ফোনটিকে আপনি ফিউচার রেডি ফোন হিসাবেও কিনতে পারেন। এই ফোনে আপনি পাচ্ছেন শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ( এক্স ৫৫ মডেম) ।  এছাড়া থাকছে  ওয়াই ফাই ৬ ফিচার। যার ফলে ৩.৪৫ জিবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড এবং ৯০০ এমবিপিএস পর্যন্ত আপলোড স্পিড পাওয়া যাবে। এই স্পিড যেকোনো ফোরজি নেটওয়ার্কের চেয়ে ১০ গুন্ বেশি। নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বললে এই ফোনে ৩৬০ ডিগ্রী সারাউন্ড অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে, যা আপনার ফোনের ব্যাবহারের সময় দেবে দুর্দান্ত অভিজ্ঞাতা । এই এন্টেনা সিস্টেম ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই নেটওয়ার্ক মডিউলের উপর কাজ করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


৬৪ মেগাপিক্সেল  রিয়ার ক্যামেরা :
ফটোগ্রাফির জন্য এই ফোনের ক্যামেরা একেবারে পারফেক্ট । কারণ এর পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ । যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল স্যামসাং GW1 সেন্সর। যার অ্যাপারচার এফ.১.৮। অন্য তিনটি ক্যামেরা হলো ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শ্যুটার, ১২ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ডুয়েল সেলফি ক্যামেরা : 
সেলফির জন্য এই ফোনের সাথেও জুড়ি মেলা ভার । কারণ এর সামনে ডুয়েল থাকছে ডুয়েল ক্যামেরা।যেখানে ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬১৬ প্রাইমারি সেন্সর হিসাবে দেওয়া হয়েছে এবং অন্য ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। 
ফাস্ট চার্জিং :


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই ফোনটির জনপ্রিয়তার আরো গুরুত্বপূর্ণ কারণ হলো , এতে ব্যবহৃত উন্নত ফাস্ট চার্জিং টেকনোলজি। 
এই ফোনটি একমাত্র যেটা ভারতে প্রথম ৬৫ ওয়াট সুপারডার্ট ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে। এছাড়াও এতে পাবেন ৪,২০০ এমএএইচ ব্যাটারি। এবার এই ফোনে হাই ইফিশিয়েন্সি VC কুলিং সিস্টেম ফিচার দেওয়া হয়েছে, যেটি ফোনটিকে গরম হওয়া থেকে বাঁচাবে।
RELATED ARTICLES

Most Popular