Homeএখন খবরডেবরায় দলীয় সমর্থনে পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই পথে নামল তৃণমূল

ডেবরায় দলীয় সমর্থনে পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই পথে নামল তৃণমূল

জগন্নাথ মূলা 

নিজস্ব সংবাদদাতা: নিজেরই দলের পরিচালিত গ্রাম পঞ্চায়েতের অপদার্থতা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামল তৃনমূলের সভাপতি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডেবরা পঞ্চায়েত সমিতির ভবানীপুর গ্রামপঞ্চায়েত এলাকা। কয়েক হাজার লোক সমাগমের ওই মিছিল থেকে ধিক্কার ধ্বনিত হতে দেখা গেল দলীয় প্রধান, উপপ্রধানদের বিরুদ্ধে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের দখল নেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা জগন্নাথ মূলা। পরে তৃণমূলেই ফিরে আসেন তিনি যদিও তাঁর এই প্রত্যাবর্তন মানতে পারেননি ওই গ্রামপঞ্চায়েত এলাকার দলীয় অঞ্চল সভাপতি বিশ্বজিৎ কবি এবং স্থানীয় কিছু তৃণমূল নেতা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পঞ্চায়েতের উপপ্রধান ও স্থানীয় পাটনা কৃষি সমবায় সমিতির কর্তা অর্থ তছনছ করে নিজের তিনতলা, মার্বেল বসানো বাড়ি সহ নানা দুর্নীতির আভিযোগ উঠে এসেছে জগন্নাথ মূলার বিরুদ্ধে। বৃহস্পতিবারের মিছিল থেকে সেই প্রসঙ্গই তুলে এনেছেন অঞ্চল সভাপতি বিশ্বজিৎ কবি। কবি আরও দাবি করেছেন , এই পঞ্চায়েতের আমলে উন্নয়নে পিছিয়ে পড়েছে ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। ১০০দিনের কাজ, শৌচাগার নির্মাণ সব কিছুতেই ব্যর্থ এই গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি সমবায় সমিতির লক্ষ লক্ষ টাকা কেবলমাত্র বোর্ড অফ ডিরেক্টররাই লোন নিয়ে বসে আছেন বলে দাবি করা হয়। সাধারন কৃষকরা  লোন শোধ করার পরও নতুন করে লোন পাচ্ছেননা এমন দাবিও ওঠে মিছিল থেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

যদিও এই সব আভিযোগ উড়িয়ে দিয়ে জগন্নাথ মূলা বলেন, ” সমবায় সমিতিতে ৮০০সদস্য থেকে ১৩০০সদস্য হয়েছে গত তিনবছরে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৩কোটি থেকে লেনদেন দাঁড়িয়েছে ৬কোটি এবং সমিতির স্থায়ী সম্পদ হয়েছে ১কোটি টাকা। প্রতিবার সমিতির বাৎসরিক সভায় সদস্যদের একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হত এবার বসিয়ে মাছ ভাত খাওয়ানো হবে। এইসব সহ্য হচ্ছেনা।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মূলা আরও বলেন, ” সমিতিতে থেকে যারা আলু লোনের টাকা লুট করেছিল তারা কিছু পাচ্ছেনা তাই ওই সব আভিযোগ করছে। ১০০দিনের কাজে ত্রুটি ছিল পরিকল্পনায়। যিনি নির্মাণ সহায়ক ছিলেন তিনি এমন কিছু পরিকল্পনা করেছিলেন যা বর্ষা কালে করা যায়না। আমরা সেই ত্রুটি কাটিয়ে উঠেছি। মার্চের মধ্যে ব্লকের মধ্যে সেরা কাজ করে দেখাব আর সেই কাজ পুরোদমে চলছে।”

RELATED ARTICLES

Most Popular