নিজস্ব সংবাদদাতা: শিলচররের অধ্যাপক ও প্রেসিডেন্সির প্রাক্তনী সৌরদীপ সেনগুপ্তকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। দিল্লির হিংসার পরিপ্রেক্ষিতে ওই অধ্যাপক তাঁর ফেসবুক পেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে পোষ্ট করেছিলেন, ”আমরা এক গনহত্যাকারিকে দুবার নির্বাচিত করেছি।” এই পোষ্ট ভাইরাল হতেই গ্রেপ্তার হন অধ্যাপক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই গ্রেপ্তারকে সমর্থন জানিয়ে শনিবার খড়গপুরের এক দলীয় কর্মসুচীতে অংশ নিতে এসে দিলীপ ঘোষ জানান, ”দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সম্বন্ধে যে মন্তব্য করেছেন ওই অধ্যাপক তাতে শুধুই গ্রেপ্তার নয় আরও কঠিন শাস্তি হওয়া উচিৎ। উনি প্রধানমন্ত্রীর পাশাপাশি আরএসএস ও বিজেপি সম্পর্কেও খারাপ মন্তব্য করেছেন।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে দিলীপের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘দিলীপ বাবুকে জেলে রাখলে আরও ভাল হয়।’ এদিনই মেদিনীপুর শহরে মহিলা তৃণমূলের জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী। সেখানেই তিনি বলেন, ” ওই অধ্যাপক কী বলেছেন, তাঁকে কেন গ্রেপ্তার করা হয়েছে বলতে পারবনা কারন আমি এখনও বিষয়টা দেখিনি তবে দিলীপ ঘোষ যা সব বলে বেড়ান, যা উচ্চারন করেন তাতে ওনার জেলে থাকা উচিৎ, উনি জেলে থাকলে ভাল হয়।”