Homeএখন খবরকালুর তান্ডবে আতঙ্ক ডেবরায়, ২৫টা সেলাই নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে বিপন্ন মহিলা

কালুর তান্ডবে আতঙ্ক ডেবরায়, ২৫টা সেলাই নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে বিপন্ন মহিলা

 কালু আর সুমিত্রা দলুই 

জীতেন দোলই  : কালুর তাণ্ডবে আতংক ছড়িয়েছে ডেবরা এলাকায়। সদ্য পেরিয়ে আসা শিব চতুর্দশীতে চার প্রহর বাবার মাথায় জল ঢেলেও রেহাই নেই বাবার বাহনের হাত থেকে। অষ্টপ্রহর কেবলই চিন্তা কোন দিক থেকে হঠাৎ ছুটে আসেন যমদূত রুপী মূর্তিমান নন্দী। গত বেশ কয়েকদিন ধরেই ডেবরা ১ গ্রামপঞ্চায়েত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে কুচকুচে কালো রঙের ষাঁড়টি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় কেউ কেউ আদর করে ডাকছিলেন কালু বলে। কিন্তু আদরের ডাকে মন ভোলেনি ভোলানাথের বাহনের। রগচটা একবগ্গা ষাঁড় যখন তখন শিং উঁচিয়ে তেড়ে যাচ্ছে। শনিবার তারই স্বাক্ষী থাকলেন এক গৃহবধূ। কালুর গুঁতোয় ২৫টা সেলাই নিয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গেছে শনিবারের  ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ১ গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত বাড়াগড় গ্রামে উত্তর দোলই পাড়ায়। বছর ৩৫য়ের ওই গৃহবধূ সুমিত্রা দলুই বিশেষ কাজে বেরিয়ে বাড়ি থেকে অদুরে যাচ্ছিলেন। হঠাৎই তেড়ে আসে পশুপতির বাহনটি। কোনও কিছু বুঝে ওঠার আগেই ওই মহিলাকে শিংয়ে তুলে ছুঁড়ে ফেলে মাটিতে। মহিলার আর্ত চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। ভয়ে, আতঙ্কে ও  গুরুতর  জখম হয়ে অর্ধমৃতাকে  ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  মহিলার পরিবার সূত্রে জানা গেছে, জখম এতোটাই ছিল যে পঁচিশ খানা সেলাই করতে হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালেই ভর্তি আছেন ওই মহিলা। এলাকাবাসি আরো জানান, বেশ কিছু দিন ধরে ওই ষাঁড়টি এলাকায় তান্ডব চালাচ্ছে । দিনের বেলায় যেমন এলাকার বিভিন্ন চাষের ক্ষতি করছে, আর রাত হলে বাড়ির আশে পাশে ঘোরাফেরা করছে। একটু অসাবধান হলেই জুটছে গুঁতো।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভয়ে একা একা স্কুলে যেতে পারছেনা কচি পড়ুয়ার দল। খেলার মাঠ অবধি শুনশান। ছোট ছোট শিশু একটু বেনজর হলে বিপদের সম্ভাবনা। তাই স্থানীয় প্রশাসন ও বনদপ্তরের কাছে আবেদন করছে বিষয়টি নজর দেওয়ার জন্য। যদিও গরু কিংবা ষাঁড় আবার বনদপ্তরের আওতায় পড়েনা বলে জানা গেছে। 

RELATED ARTICLES

Most Popular