Homeসাহিত্যরবিয়াণীমোহাম্মদ হোসাইনের দুটি কবিতা

মোহাম্মদ হোসাইনের দুটি কবিতা

✍️কলমে: মোহাম্মদ হোসাইন

 

নিমগাছ

প্রান্তসীমায়, আমার একটা নিমগাছ আছে

নিমগাছে আজ সেই পাখি নীলঠোঁট রেখে গেছে

পুরনো দিন, নতুন হয়ে আসে কখনও কখনও

পুরনো ব্যথা, পুরনো মন খারাপ
দল বেঁধে আসে

কখনও কখনও, জমাট শূন্যতা
আরও বেশি শূন্যতা রেখে যায়

আমি সেসব
ধরে রাখি বুকে আপন করে

নিম গাছ ছায়া দেয়, অপার
শূন্যতা দোলে ওঠে হাওয়ায়

আমি সে ছায়ায়, সে হাওয়ায়
জুড়িয়ে নিই বুক

অনিমিখ ক্ষত আমার…

নেইল পলিশ

সময়ের ছুরি বিঁধে যাচ্ছে যত্রতত্র
বোঝা যাচ্ছে না, কী রাত, কী দিন

হেঁচকাটানে ফেলে দিচ্ছে ধড়, আমুণ্ডু উল্লাস

মাইহারে গিয়ে ললিত আর লিলিথের সাথে দেখা। সেদিন মেগা ফিক্সেলে একটা দৃশ্য ঝোড়োকাক মতন ঝুলছে দেখি, ফটোশুট নিখুঁতই ছিল।
তবুও, ফ্লাস জ্বলে ওঠার আগে ক্যামেরা প্যাক আপ। একদল মৃত ঘোড়া এসে পথ আগলালো। আবছা আবছা নেমে আসলো ছায়াপরি, ছায়াগান।

সন্ধ্যা, ধূপকাঠি জ্বাললো। চেয়ে রইলো ফ্রেম, ফ্রেমে বাঁধা পুলক। চাঁদদিঘিতে রাজহাঁস, মহুয়াবন

দিঘায় কল্লোল সেন, বুদ্ধদেব গুহ, তখনও এক ফর্মা নির্ঘণ্ট সাজাচ্ছে।

বুক খুলে দাঁড়িয়ে আছে চিত্রা
কপোতাক্ষ পাড়ে মাছরাঙাদের ঠুকাঠুকি
মেঘ ঠুকরে জলের শাঁস পান করছে

ঢেউ ছুটে যাচ্ছে দিগন্ত অবধি

ঘুমহীন আকাশ

ভালবাসা সেখানে নেইল পলিশ লাগাচ্ছে…

RELATED ARTICLES

Most Popular