✍️কলমে: জুলি লাহিড়ী
লকডাউনে খেঁদিপেঁচিদের বন্দি রাখে ঘর
আয়নাটা যে আপন ছিল, যাচ্ছে হয়ে পর।
গরল শুধু জীবনজুড়ে বিষাক্ত বিশ সাল
মুখের বিল্চ বন্ধ এখন, লোম হয় না লাল।
চোখের তলায় ঘন কালি, মুখ জুড়ে ছোপ দাগ
উস্কো-খুস্কো চুলের ভাঁজে ধরে যাচ্ছে পাক।
ওয়াক্স, কাটিং স্বপ্ন শুধু হেয়ার স্পাও বন্ধ
একটু-আধটু রূপচর্চা দেখতে তো নয় মন্দ!
পেডি মেনি কিউর নেই, ভুরুও হচ্ছে মোটা
একটি মাসে চারটি বার তোলার ছিল কোটা।
নামিদামি ফেসিয়ালের হারিয়ে গেছে সুখ
ভূতের বাপও চমকে ওঠে ভয়েই কাঁপে বুক।
মুখ জুড়ে আজ গজিয়েছে লম্বা গোঁফ আর দাড়ি
বদন নিজের যায় না চেনা, বড্ড ঝকমারি।
পাড়ার যত খেঁদিপেঁচি রাখছে দাবি তাই
লকডাউনে ছাড়টি দিয়ে পার্লার খোলা চাই।