ওয়েব ডেস্ক : ফের ঊর্ধমুখী সোনার দাম। আন্তর্জাতিক বাজারের ধারা মেনে সোমবার রাখীবন্ধনের দিনে এক ধাক্কায় বাড়ল সোনার দাম। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে রূপোর দাম। গত ২ দিনে প্রায় ৩,০০০ টাকা বেড়েছে রুপোর দাম। সোমবার এমসিএক্স সূচকে সোনার দাম ০.০৮% বৃদ্ধি পেয়েছে। এর জেরে সোমবার প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫৩,৪৯০ টাকা। এদিকে রবিবারই ১০ গ্রাম সোনার দাম বেড়েছিল ৬৫০ টাকা। আজ ফের সোনার দাম বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই রেকর্ড স্পর্শ করেছিল। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত ভারতে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ৩৫%।
এদিকে শুধু সোনা নয়, সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাজারে আকাশ ছোঁয়া রুপোর দামও। সোমবার সূচকে ১.১% উত্থানের ফলে প্রতি কেজিতে আগের দিনের চেয়ে ৭০০ টাকা বৃদ্ধির ফলে সোমবার রুপোর দাম দাঁড়িয়েছে প্রতি কেজিতে ৬৫,৬৯০ টাকা। গত অধিবেশনে সূচকে ৩.৬% বৃদ্ধির জেরে রুপোর দাম কেজিতে ২,৩০০ টাকা বেড়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে বিগত কয়েকবছরের সর্বোচ্চ শিখর ছুঁয়ে ফেলেছে সোনার দাম। স্পট গোল্ড সূচকে ০.১% বৃদ্ধির ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৭৬.৪৭ ডলার, যা আগের দর ১,৯৮৪ ডলারকে অতিক্রম করে গিয়েছে।
পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে এ দিন সূচকে ০.১% পতনের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৪.৩৫ ডলার।
গত জুলাই মাসে বিশ্ববাজারে সোনার দাম ১১% বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের জেরে এবং আমেরিকা ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় কয়েকমাস যাবত সুদের হার পড়ে গিয়েছে। সেই সাথে বিনিয়োগে ভাটা দেখা দিয়েছে। কোটাক মহীন্দ্রা সংস্থার বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে, আপাতত আরও বেশ কয়েকমাস সোনার দাম কমবে না বরং তা ক্রমশ ঊর্ধমুখী হবে।