✍️কলমে: তারাশংকর চক্রবর্তীর
লঁক ডাউনের কবিতা
লঁক ডাউনের ফ্যোচকামিতে
হেঁচকি আসে বাপ্ !
খেঁচকি লাইগে এই কমরে
কড়ক লাগা তাপ !
যে যার মত কইরছে বাজার
আচার জমে আমে
ইলিশ কিনে হাসছে কাকি
হাজার টাকা দামে ।
চাচার দাড়ির লীল চিরুনি
ঝিরঝিরানি হাওয়ায়
কইরছে পাচার চালের র্যাশন
দিলখুশি গান গাওয়ায় !
বাঁচার আ’ল রক্তে ভিজে
মানুষ কাইন্দে ভুখায়
পরিযায়ী মইরছে শমিক
প্যাটের পানি শুখায় !
সরকারি শাল সেগুন বনহে
ঢুইকছে রে গাছচোর
আমফান ঝড় মিশল তাথে
কী জ্বালা ! কী ঘোর !
পরিযায়ী বালিকার কথা
ই—দ্যাশট্য হামদের হল্যে
হামার কথা ভাবথ !
তুমহার কথা ভাবথ !
সোবার কথা ভাবথ !
তা না কইরে মিত্যুকে হঁঃ
ভোটের লাগে দাবথ ?
হাঁটথ্যে হাঁটথ্যে ফস্কা পাঞে
প্যাটেতে নাই পানি
ই-দ্যাশট্য কার বঠে বাপ্
কি জানি নাই জানি !
মা-ট্য হামার মইরল্য পথে
হাঁটব কত ধূর ?
ই-দ্যাশট্য কাদের ন বাপ ?
কুথ্থায় মধুপুর ?