Homeসাহিত্যরবিয়াণীফটিক চৌধুরীর দুটি কবিতা

ফটিক চৌধুরীর দুটি কবিতা

✍️কলমে: ফটিক চৌধুরী

দিঘি

বৃষ্টিদিন এলে তৃষ্ণা থেকে মুক্তি পায় মাটি, গাছ।
বৃষ্টিদিন এলে তোমার চোখে
শ্রাবণ ভেসে ওঠে, দিঘি পরিপূর্ণ হয়।
চোখের দিঘির মতো এমন
দিঘি আর কী আছে!
যেখানে গভীর থাকে ভালবাসা
সব যেন টলোটল এই দিঘিতে।

হরিণীর চোখে এক দিঘি থাকে
মাঝে মাঝে শূন্যতা ভেসে ওঠে
মাঝে মাঝে চঞ্চলতা উঁকি দেয়
বৃষ্টিদিনে দিঘি পূর্ণ হয় কানায় কানায়।

তোমার চোখ যখন দিঘি হয়
আমার ভালবাসা পূর্ণতা পায়।

মৃত্যু

একটি ভ্রমণ একটি পরিভ্রমণ
তারপর গমন
আমি তারই অপেক্ষায়….
ভয়- ডর রেখে এসেছি আঁতুড়ঘরে
যেখানে কেউ ফেরে না।
জয়, সেতো অনিশ্চিত খেলা
অনিশ্চিত থেকে নিশ্চিতের দিকে
আমরা….
মেঘেরা কীভাবে রঙ বদলায়!
আষাঢ়ের প্রথম দিবসে আসতে পারে চৈত্রদিন?
বর্ষশেষেও মেঘের আধিপত্য?
মেঘই জীবন?
নাকি মৃত্যুর মতো রহস্যে মোড়া!

RELATED ARTICLES

Most Popular