Homeএখন খবররিয়া চক্রবর্তী বাড়িতে হানা পাটনা পুলিশের, বিপদ বুঝে বাড়ি ছেড়েছেন অভিনেত্রী ও...

রিয়া চক্রবর্তী বাড়িতে হানা পাটনা পুলিশের, বিপদ বুঝে বাড়ি ছেড়েছেন অভিনেত্রী ও তাঁর পরিবার

ওয়েব ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই যত দিন যাচ্ছে ক্রমশ সুশান্তের মৃত্যু রহস্য জটিল হচ্ছে৷ ইতিমধ্যেই সুশান্তের পরিবারের তরফে সুশান্তের বান্ধবী ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগে বিহার থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু সেই মামলার তদন্তে নেমে রিয়া চক্রবর্তীর খোঁজ পেল না পাটনা পুলিশ। পাটনা পুলিশের কাছে রিয়া চক্রবর্তীর যে বাড়ির ঠিকানা রয়েছে, সেখানে পৌঁছে রীতিমতো হতবাক পুলিশ। বাড়ির গেটে ঝুলছে তালা৷ রিয়া কিংবা তাঁর পরিবারের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। সম্ভবত সুশান্তের বাবা পাটনা পুলিশে অভিযোগ দায়ের করার পরই রিয়া ও তাঁর পরিবার বুঝতে পেরেছিল যে তদন্তের স্বার্থে কিংবা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে আসতে পারে পুলিশ। সেকারণে আগে ভাগেই বাড়ি ছেড়ে রীতিমতো ‘পালিয়ে’ গিয়েছেন অভিনেত্রী ও তার পরিবার।

দিন কয়েক আগেই সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তের বাবা কে কে সিং রাজপুত রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৪২০ ও ৩০৬ ধারায় মামলা দায়ের করেছেন। পাটনার রাজেন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা কে কে সিং রাজপুত। অভিযোগের কয়েকঘন্টার মধ্যেই তদন্তে নামেন বিহার পুলিশ৷ সে কারণেই বুধবার বিহার পুলিশের তরফে একটি দল মুম্বই পৌঁছান। জানা গিয়েছে, মুম্বইয়ে রিয়ার যে ঠিকানা তাঁদের দেওয়া হয়েছিল বুধবার সকালেই সেখানে পৌঁছয় বিহার পুলিশের একটি দল। কিন্তু সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, রিয়া বা তাঁর পরিবারের কেউই সেখানে থাকেন না। তবে এই মূহুর্তে রিয়া মুম্বইয়ের ঠিক কোথায় রয়েছেন ইতিমধ্যেই তাঁর খোঁজ করছেন পুলিশ৷

সূত্রের খবর, এক্ষেত্রে একমাত্র মুম্বই পুলিশই সাহায্য করতে পারেন। কিন্তু মুম্বাই পুলিশের কাছে তাঁরা কোনোরকম সহযোগিতা পাবেন না বলেই মনে করছে পাটনা পুলিশের ওই বিশেষ দল। সেকারণে অভিযোগের কপিও তাঁরা মুম্বই পুলিশকে দেখাতে চাননা বলেই জানা যাচ্ছে। এর জেরে নিজেদের মতো করেই এই মামলার তদন্ত করতে চায় বিহার পুলিশ। ইতিমধ্যেই এই মামলার তদন্ত পাটনা আই জি ও এস এসপি-র নেতৃত্বে হবে বলেই জানা গিয়েছে। আপাতত রিয়া চক্রবর্তী ও তার পরিবারকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করার চেষ্টা করছেন পাটনা পুলিশ।

RELATED ARTICLES

Most Popular