ওয়েব ডেস্ক : করোনা সংক্রমণের জেরে নাজেহাল গোটা রাজ্য। প্রতিদিন ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে এমনিতেই এগিয়ে কলকাতা৷ তারওপর আবার মরসুম পরতে না পরতেই শুরু হয়ে গিয়েছে ডেঙ্গুর দাপট। মঙ্গলবার শহর কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর ১২-র এক কিশোরের৷ চিকিৎসকদের তথ্য অনুযায়ী, চলতি বছরে শহরে প্রথম ডেঙ্গুর বলি এই কিশোর। মৃত কিশোরের নাম ফয়জান আহমেদ। সে পার্ক সার্কাস এলাকার বাসিন্দা৷
জানা গিয়েছে, গত কয়েকদিন যাবত ফয়জান শারীরিকভাবে অসুস্থ ছিল। প্রথম অবস্থায় ওই কিশোর করোনায় আক্রান্ত মনে করা হলেও পরে তাঁর শরীরে ডেঙ্গুর একাধিক উপসর্গ লক্ষ্য করা যায়। এরপর সোমবার রাতে ফয়জানের অবস্থার অবনতি হতে শুরু করলে তড়িঘড়ি তাঁকে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের ইমারজেন্সিতে ভর্তি করা হয়৷ কিন্তু শেষমেশ চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফলে যায়। অবশেষে মঙ্গলবার হাসপাতালেই মৃত্যু হয় ওই কিশোরের। এদিকে খাস কলকাতায় ডেঙ্গিতে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই কলকাতাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ একে করোনা সংক্রমণে জেরবার শহরবাসী, তার উপর ডেঙ্গুর প্রকোপ ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন কলকাতাবাসী৷
প্রসঙ্গত, কলকাতায় চলতি বছরে এই প্রথম ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর মিললেও, রাজ্যে কিন্তু এই প্রথম নয়৷ চলতি বছরেই কয়েকটি জেলায় বেশ কয়েকজন ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলেছিল৷ তার মধ্যে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা এক প্রৌঢ়ের মৃত্যুও হয়েছিল। তবে তাঁর শরীরে শুধুমাত্র ডেঙ্গু নয়, একই সাথে করোনার সংক্রমণের অস্তিত্বও মিলেছিল। তবে ডেঙ্গু ও করোনার জোড়া প্রকোপের আশঙ্কায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।