দুটি কবিতা

✍️কলমে: অজিত বাইরী

দিনান্তের আলো

উদ্বেগ, উৎকণ্ঠায় ভরা দিনগুলো
কাটাচ্ছি খাঁচাবন্দি পাখির মতো;
ভুলে গেছি ডানার উড়ান।
দু’চোখে ক্রমশ কমে আসছে আলো;
দিন না- ফুরোতেই যেন
বিকেল নেমে এসেছে চৌকাঠে।

বাতাসে গুনগুন করছে মহামারি;
ক্রমে ছোট হয়ে আসছে সংশয়দীর্ণ আকাশ।
ঘরে ঘরে মৃত্যুভয় ভেজিয়ে দিচ্ছে দরজা;
কে জানে, কখন সিঁধ কাটে সংক্রমণ
অচেনা আগন্তুকের ছদ্মবেশে!

ইচ্ছে…ইচ্ছে…ইচ্ছে…
ইচ্ছেগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে
গাছের না- ফোটা কুঁড়ির মতো;
ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে বাঁচার উদ্যম;
সুখ ও আনন্দের অনুভূতিগুলো
সাদা কাগজের মতো ফ্যাকাশে।

দিন থেকে দিনে পদার্পণের
উচ্চাশা নেই, সৃষ্টির আনন্দ উচ্ছ্বাস নেই;
শুধু গুহামধ্যে নিরন্তর হিম দিনযাপন।
এই কি বেঁচে থাকা? পঙ্গু ডানা;
মৃত্যু শমন নিয়ে দাঁড়িয়ে দরজায়
ঝাপসা চোখে খুঁজি তবু গবাক্ষে
দিনান্তের অপস্রিয়মান একচিলতে আলো।

ছাদ

সিঁড়ি ভেঙে উঠলেই
ছাদ–
ছাদ মানেই তো আকাশ।

আকাশে একটি পাখি–
স্বর্গীয় উদ্ভাস।

RELATED ARTICLES

Most Popular