Homeএখন খবরআচমকা হুগলি নদীর বাঁধে ফাটল, আপাতত বন্ধ ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয়...

আচমকা হুগলি নদীর বাঁধে ফাটল, আপাতত বন্ধ ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়ক

ওয়েব ডেস্ক : হুগলি নদীর বাঁধে ফাটল লক্ষ্য করায় এর জেরে সোমবার রাত থেকেই বন্ধ জাতীয় সড়কের যান চলাচল। জানা গিয়েছে রবিবার সন্ধ্যার দিকে ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে হুগলি নদীর বাঁধে বড়সড় ফাটল দেখে দেয়। এরপর মধ্য্রাত থেকেই বন্ধ করে দেওয়া হয় জাতীয় সড়ক। রাস্তা বন্ধ থাকায় এর জেরে ডায়মন্ডহারবার-বকখালি রুটের যাত্রী পরিষেবা বিঘ্নিত হয়েছে। এদিকে জাতীয় সড়ক বন্ধ থাকায় বহু বাস অন্যরাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এর জেরে সপ্তাহের শুরুর দিনে স্বাভাবিকভাবেই অফিস যাত্রীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়।

এবিষয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে, গতবছর ১ আগস্ট জাতীয় সড়কের নদীবাঁধে প্রায় ১০০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছিল। এর জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ডায়মন্ডহারবার-কাকদ্বীপ রোড। এরপর সেচ ও পূর্ত দপ্তরের উদ্যোগে স্থায়ীভাবে জাতীয় সড়ক মেরামতের কাজ শেষ হয়। তবে কাজ এখনও শেষ হয়নি। বোল্ডার ফেলে স্থায়ী নদীবাঁধ মেরামতের কাজ ইতিমধ্যেই চলছে। এর মধ্যেই ফের ন্তুন করে নদী বাঁধে ফাটল ধরায় স্বাভাবিকভাবেই নতুন করে উদ্বিগ্ন প্রশাসনের আধিকারিকরা। তবে যেভাবে ফের জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ফের কবে যান চলাচল স্বাভাবিক হবে কিংবা আদেও এবছর চালু হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কিছুই জানাতে পারেনি মহকুমা প্রশাসন। তবে প্রতিদিন বিভিন্ন রুটের প্রচুর বাস জাতীয় সড়কের ওপর দিয়ে চলাচল করে। কিন্তু সড়ক বন্ধ থাকায় কলকাতা মুখী গাড়িগুলিকে অস্থায়ীভাবে আপাতত হটুগঞ্জ-ডায়মন্ড হারবার স্টেশন বাজার বাইপাস দিয়ে চালানো হচ্ছে।

উল্লেখ্য,গত বছরের আগস্টে ওই একই জায়গায় ধস নেমেছিল। সেসময় বাঁধ মেরামতির জন্য প্রায় তিন মাস জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল। কিন্তু বছর খানেকের মধ্যেই একই এলাকায় নতুন করে ফাটল দেখা দেওয়ায় ফের কতদিনে সড়ক খোলা হবে তা নিয়ে স্বাভাবিকভাবেই আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। তবে এবিষয়ে ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসন জানিয়েছে, ফাটল বিপজ্জনক নয়। জরুরিকালীন তৎপরতায় মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। মেরামতির কাজের জন্যই জাতীয় সড়ক আপাতত বন্ধ রেখে বাইপাস দিয়ে গাড়ি চলাচল করানো হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular