ডেস্ক: দেশে আনলক পর্যায় শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক আক্রান্ত হচ্ছেন এই মারণ ভাইরাসে। দিন দিন তা ক্রমশ বাড়ছেন কিন্তু এবার সেই বৃদ্ধির হার একেবারে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় একলাফে দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের বেশি। এই প্রথম দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এতটা বাড়লো। এর ফলে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লক্ষ।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত একদিনে দেশে মোট ৪০ হাজার ৪২৫ জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ১৮ হাজার ৪৩ জন। তবে এরা সকলেই যে ইতিমধ্যে চিকিৎসাধীন তা কিন্তু নয়ম এদের মধ্যে ৭ লক্ষ ৮৭ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯ জন। দেশে সংক্রমণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে এই মূহুর্তে সব দেশকে পিছনে ফেলে সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে আমেরিকা ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত।
এদিকে শুধুমাত্র আক্রান্ত নয়, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৬৮১ জন। এর ফলে এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৭ হাজার ৪৯৭ জন। তবে এভাবে আক্রান্তের সাথে সাথে ক্রমশ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি হওয়ায় যথেষ্ট চিন্তিত চিকিৎসকমহল। একই সাথে গত কয়েক সপ্তাহে করোনা পরীক্ষার সংখ্যাও অনেকটাই বেড়েছে। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৪০ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৫৬ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে। যা আগের দিনের তুলনায় অনেকটা কম।
এদিকে একই অবস্থা রাজ্যের। ক্রমশ হুহু করে বাড়ছে সংক্রমণের সংখ্যা৷ রাজ্যে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২,২৭৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২, ৪৭৮। করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে কলকাতাতেই মারণ ভাইরাসে মৃত ১৫ জন। ৯ জনের মৃত্যু উত্তর চব্বিশ পরগনায়। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারালেন ১,১১২ জন মানুষ।
এদিকে স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১,৩৪৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন মোট ২৪,৮৮৩। রাজ্যে সুস্থতার হার ৫৮.৫৬%। রবিবার পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৬,৪৯২ জন। এখনও পর্যন্ত করোনার মোট ৬,৮৯,৮১৩ টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১৩,৪৪৭টি নতুন নমুনা পরীক্ষা হয়েছে।