ওয়েব ডেস্ক: অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে ধর্ষণ এবং অ্যাসিড হামলার হুমকির অভিযোগে গ্রেফতার দুই যুবক। জানা গিয়েছে গত মাসের শেষের দিকে অভিনেত্রীর ফেসবুক ম্যাসেঞ্জারে দুই যুবক তাকে ধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি দেন। ঘটনাটি দেখার পর অভিনেত্রী সরাসরি লালবাজারের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হয়েছিলেন৷ এরপর তাঁর অভিযোগের ভিত্তিতেই দ্রুত ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, গত ২৬ শে জুন একটি ‘দিল বেচারা’ সিনেমার সহ-অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটি সাক্ষাৎকার দিয়েছিলেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারের নানা কথোপকথনের ভিত্তিতে একটি ওয়েব পোর্টাল অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির নামে একটি ভুয়ো প্রতিবেদন প্রচার করেছিলেন। সেই প্রতিবেদনটিতে লেখা ছিল, “স্বস্তিকার মন্তব্য, সুইসাইড আজ একটা ফ্যাশন হয়ে গিয়েছে…।” তবে আদৌ স্বস্তিকা গোটা প্রতিবেদনটিতে কোথাও এই ধরণের মন্তব্য করেননি। এদিকে প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ঝড়ের গতিতে শেয়ার হতে শুরু করে। ঘন্টা খানেকের মধ্যে কয়েক হাজার দর্শক প্রতিবেদনটি পড়ে ফেলেন। ফলে রীতিমতো ভাইরাল হয়ে যায়৷ এরপরই একের পর অভিনেত্রীকে একের পর এক খারাপ মন্তব্য করা হয়। এমনকি স্বস্তিকাকে ধর্ষণ এবং অ্যাসিড আক্রমণের হুমকিও দেয় কৌশিক দাস নামে হুগলির এক যুবক।
এর আগে বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকাকে বারংবার নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয়েছে৷ কিন্তু সবসময় সব সমালোচনার সরাসরি স্পষ্ট জবাব দিয়েছেন তিনি। তবে এবার যেভাবে তাকে ধর্ষণ এবং অ্যাসিড আক্রমণের হুমকি দেওয়া হয়েছে, তাতে আর মুখ বুজে থাকেননি অভিনেত্রী। ওই দুই যুবককে উচিত শিক্ষা দিতে সোজা লালবাজার সাইবার ক্রাইমে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন। দেখিয়েছেন যাবতীয় তথ্য প্রমাণ।
তবে শুধুমাত্র ওই দুই যুবক নন নেই সাথে স্বস্তিকার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট যেই পোর্টালটি টাকা রোজগারের আশায় অভিনেত্রীর ভুয়ো খবর পোস্ট করেছিলেন, শুভম চক্রবর্তী নামে বর্ধমানের গালসির বাসিন্দা ওই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যেও অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে অত্যন্ত তৎপরতার সাথে ওই ৩ যুবককে গ্রেফতার করায় কলকাতা পুলিশ ও লালবাজার ক্রাইম ব্রাঞ্চকে ধন্যবাদ জানিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।