Homeজাতীয়উত্তর প্রদেশদুষ্কৃতিদের ভয়াবহ ফাঁদে ঢুকে গুলিতে ঝাঁজরা ডেপুটি পুলিশ সুপার সহ ৮পুলিশ কর্মী,...

দুষ্কৃতিদের ভয়াবহ ফাঁদে ঢুকে গুলিতে ঝাঁজরা ডেপুটি পুলিশ সুপার সহ ৮পুলিশ কর্মী, আহত আরও ৭, গোয়েন্দা ব্যর্থতার অভিযোগে মুখ যোগী পুলিশের

নিজস্ব সংবাদদাতা: শত্রুর শক্তি সম্পর্কে সম্পুর্ন অন্ধকারে থেকে অভিযান চালাতে গিয়ে গুলিতে ঝাঁজরা হয়ে প্রান হারালেন এক ডেপুটি পুলিশ সুপার সহ ৮ পুলিশ কর্মী। শুক্রবার ভোর রাতের এই ঘটনায় একই সাথে প্রশ্ন উঠে গিয়েছে যোগী আদিত্যনাথের রাজ্যে দুষ্কৃতিদের মারাত্মক বাড়বাড়ন্ত আর রাজ্যের গোয়েন্দা পুলিশের অপদার্থতার বিষয়টিও। দুষ্কৃতিদের ক্ষমতা, লোকবল এবং কি ধরনের কত অস্ত্র মজুত রয়েছে না জেনেই অভিযান চালানোর মর্মান্তিক মাশুল দিতে হয়েছে বলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে রাজ্য জুড়ে।

শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের কানপুরের চৌবেপুর থানার ডিকরি গ্রামের এই ঘটনায় ডেপুটি পুলিশ সুপার বাদেও ৭ পুলিশ কর্মী নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় আহত হয়েছেন আরও ৭ পুলিশ কর্মী যার মধ্যে গুলি বিদ্ধ হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে ১ পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। লুট হয়েছে পুলিশের কয়েকটি আগ্নেয়াস্ত্র।                                                  পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার মধ্য রাতে পুলিশের এই অভিযানের লক্ষ ছিল বিকাশ দুবে নামের এক দাগী ও নৃশংস অপরাধীকে গ্রেপ্তার করা যে ২০০১ সালে বিজেপি নেতা তথা তৎকালীন মন্ত্রী সন্তোষ শুক্লার খুনে অভিযুক্ত। পাশাপাশি তার বিরুদ্ধে অন্তত ৬০টি অভিযোগ আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

একটি সূত্র মারফৎ পুলিশ খবর পায় ডিকরি গ্রামে বিকাশ দুবে আস্তানা গেড়েছে। এরপরই বৃহস্পতিবার রাতে ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্রর নেতৃত্বে অভিযানে নামে উত্তরপ্রদেশ পুলিশের দলটি। নিশ্চিত ভাবেই পুলিশি অভিযানের এই খবর ছিল বিকাশের কাছেও। নিখুঁত পরিকল্পনা করেই গ্রামে ঢোকার মুখে রাস্তার ওপর আর্থ মুভার ( জেসিবি মেশিন) ও নানা ধরনের সরঞ্জাম দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। বেশ খানিকটা আগেই পুলিশ গাড়ি থেকে নেমে গ্রামে ঢোকে আর বিকাশ যে বাড়িতে ছিল বলে অনুমান করা হচ্ছে তার কাছাকাছি এলাকায় পুলিশ পৌঁছাতে ওই বাড়ির ছাদ থেকে বিকাশ দুবের লোকজন পুলিশের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । মৃত্যু হয় পুলিশ কর্মীদের। এই সময়ে অন্ধকার থাকার সুযোগ নিয়ে এলাকা থেকে পালিয়ে যায় বিকাশ দুবে ।

উত্তর প্রদেশের ডিজিপি এইচ সি অবস্থি জানিয়েছেন এই হামলাতে দেবেন্দ্র মিশ্র ছাড়াও তিনজন পুলিশ অফিসার ও চার জন কনস্টেবলের মৃত্যু হয়েছে । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । এলাকায় গিয়েছে বিশাল পুলিশ বাহিনী । পুরো এলাকা জুড়ে বিকাশ দুবেকে ধরার জন্য শুরু হয়েছে তল্লাশি অভিযান ।
খবর পাওয়া মাত্রই এলাকায় ছুটে গিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ল এন্ড অর্ডার), কানপুর পুলিশে ইন্সপেক্টর জেনারেল ও পুলিশ সুপার। কানপুর ও লখনৌ থেকে পৌঁছেছে দুটি ফরেনসিক তদন্তকারী দল।

একসাথে এত জন পুলিশ কর্মীর মৃত্যুতে একদিকে যেমন শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুলিশ আধিকারিকরা তেমনই জানিয়েছেন যে ছাড়া হবে না বিকাশকে। তাকে ধরার জন্য জেলা জুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান ।
এই হামলার ঘটনার পর কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, পুলিশ কর্মীদের বলিদান ব্যর্থ হবে না । দোষী দুষ্কৃতীদের কড়া শাস্তি দেওয়া হবে । পাতালে গিয়ে লুকোলেও খুঁজে বের করা হবে বিকাশ দুবেকে।

RELATED ARTICLES

Most Popular