তিন্নি দে : এও দেখার বাকি ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের! খোদ জেলা সভাপতি যাচ্ছে তৃনমূলে? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও আপাতত এটাই সত্যি। বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ একগুচ্ছ নেতা আর কয়েকঘন্টার মধ্যেই যোগ দিতে হতে চলেছেন ঘাসফুল শিবিরে। সঙ্গে রয়েছেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক বীরেন্দ্র বারা ওরাঁও, বিজেপির জেলা সহ সভাপতি বিপ্লব সরকার, বিজেপি জেলা সম্পাদক বিনোদ মিঞ্জ, বিজেপির কালচিনি নেতা কৃপাশঙ্কর জয়সোয়াল সহ বিজেপির ৭ জন!
ইতিমধ্যে তারা কলকাতা পৌছে গিয়েছে ।আগামীকাল তৃণমূলের রাজ্য নেতৃত্ব হাত ধরে তৃণমূলে যোগদান করবে বলে খবর ।
সে কথা গোপন রাখেননি বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। দ্য খড়গপুর পোষ্ট প্রতিনিধিকে তিনি ফোনে বলেন, “আমরা সাত জন আগামীকাল তৃণমূলে যোগদান করছি । গঙ্গাপ্রসাদ শর্মা জানান আমরা কোলকাতায় আছি ইতিমধ্যে অভিষেক ব্যানার্জি সাথে আমাদের কথা হয়েছে। আগামীকাল যোগদান করছি।”
যদিও এই বিষয়ে বিজেপি যুব মোর্চার আলিপুরদুয়ার জেলা সভাপতি বিপ্লব দাস জানান এই বিষয়ে আমারা কিছু জানিনা আমাদের কাছে কোনো খবর নেই । বিপ্লব দাস আরো জানান বিজেপি দল পৃথিবীর সর্ববৃহৎ দল এবং বিজেপি কর্মী সমর্থকরা বিজেপিতেই আছে ।
তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কো অর্ডিনেটর এবং তৃণমূল এস টি সেল রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পাসাং লামা জানান সাতজন বিজেপি শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে কলকাতা পৌছে গিয়েছে এবং আর চার জন বিজেপি নেতা আজ কোলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ।
এই বিষয়ে উল্লেখ্য গত লোকসভা ভোটে আলিপুরদুয়ারে বিজেপি ভালো ফল করে জন বারলা ব্যাপক ভোটে লিড নিয়ে সাংসদ হন । এমনকি বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলায় বিজেপি ভালো ফল করে। আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনে মধ্যে পাঁচটিতে বিজেপি জয়যুক্ত হয় । এবং সব গুলো আসনে ভালো ভোটের ব্যবধানে বিজেপি জয়যুক্ত হয়। তবে নির্বাচনের প্রাক্কালে প্রার্থী নিয়ে রাজ্য বিজেপির সঙ্গে তীব্র মতবিরোধ হয়। নিজের ফেসবুকে তীব্র ক্ষোভও উগরে দিয়েছিলেন। বিজেপি রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে তখনকার মত সে বিষয় চাপা পড়লেও ফাটল যে জোড়েনি তা প্রমাণিত হল।