Homeরাজ্যউত্তরবঙ্গজলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভায় নির্বাচনী লড়াইয়ে নেমেছেন ৫৬ জন প্রার্থী, আঁটোসাটো নিরাপত্তা...

জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভায় নির্বাচনী লড়াইয়ে নেমেছেন ৫৬ জন প্রার্থী, আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা 

নিউজ ডেস্ক: পঞ্চম দফার নির্বাচনে জলপাইগুড়ি‌ জেলার সাতটি বিধান‌সভা কেন্দ্রে জয়ের লক্ষ্যে আজ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৫৬ জন প্রার্থী। বাম-কংগ্রেস জোট, বিজেপি ও তৃণমূলের সঙ্গে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের আসনে। জলপাইগুড়ি সদর বিধান‌সভা কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে এবার নির্বাচনী লড়াইয়ে রয়েছেন একেবারেই নতুন মুখ ডাঃ প্রদীপকুমার বর্মা। বিজেপি‌ দলেও নতুন মুখ হিসেবে লড়ছেন দলিয় কর্মকর্তা সৌজিত সিংহকে।

এছাড়া বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে এবার‌ও প্রার্থী হয়েছেন দু’বারের কংগ্রেস বিধায়ক ডঃ সুখবিলাস বর্মা। সব মিলিয়ে মোট দশজন প্রার্থী রয়েছেন এখানে। জেলার বাকি সবক’টি আসনেই তৃণমূল ও বিজেপির দ্বৈরথ চলছে। শনিবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের দেখা যায় নিজেদের দলের প্রতীক চিহ্ন নিয়ে শহরকে সাজিয়ে তুলছেন। সকাল সকাল ভোটের লাইনেও ভিড় দেখা যায় জলপাইগুড়ি‌র বিভিন্ন বুথে। শুক্রবার রাতে ব‍্যাপক ঝড় বৃষ্টির জন‍্য সাময়িক সমস্যা তৈরি হলেও শনিবার সকালে নির্বিঘ্নে‌ই শুরু হয়েছে ভোট গ্রহণ প্রকৃয়া।

বিশেষ করে মহিলাদের স্বতস্ফূর্ত‌ভাবে ভোট দিতে দেখা যাচ্ছে সর্বত্র। প্রতিটি ভোট‌ কেন্দ্রেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া রয়েছে রাজ‍্য পুলিশ। করোনা পরিস্থিতির জন্য প্রতিটি নির্বাচন কেন্দ্রেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবার।

সকাল থেকেই ভোটের লাইনে অসংখ্য মানুষের ভিড় দেখা গেল জলপাইগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডে‌। জলপাইগুড়ি হাই স্কুলে‌র এই ভোট কেন্দ্রের সামনে কয়েক‌শো মানুষ একসঙ্গে ভোট দিতে আসেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জলপাইগুড়ি‌ সদর বিধান‌সভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। শহরের ডাঙাপাড়া বুথে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী। বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জলপাইগুড়ি‌র মানুষ বরাবর‌ই খুব শান্তপ্রিয়। উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন সকলে। কোথাও কোথাও গণ্ডগোল নেই।

RELATED ARTICLES

Most Popular