Homeমালদামালদহে বিস্ফোরণে নিহত ৫ শ্রমিক! এবার তো বোমার কারখানা বন্ধ করুন, মুখ্যমন্ত্রীকে...

মালদহে বিস্ফোরণে নিহত ৫ শ্রমিক! এবার তো বোমার কারখানা বন্ধ করুন, মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

অশ্লেষা চৌধুরী: মালদহে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরনে নিহত হয়েছেন ৫ শ্রমিক। বৃহস্পতিবার এই ঘটনার পরই এলাকায় ছুটে গিয়েছেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনার পরই মুখ্যমন্ত্রীকে তীব্র শ্লেষে ট্যুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। লিখেছেন, “এবার তো বোমার কারখানা গুলো বন্ধ করুন।“ ঘটনায় রাজ্যকে বিঁধেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। বলেছেন, এই সরকারের আর কোনও কিছুর ওপর নিয়ন্ত্রণ নেই। ঘটনায় NIA তদন্ত দাবি করেছেন ঘোষ। যদিও ফিরহাদ হাকিম দিলীপের দাবীর জবাব দিতে গিয়ে বলেছেন, NIA র কী আর অন্য কাজ নেই যে কারখানা বিস্ফোরণেও তাদের তদন্ত করতে হবে? সব মিলিয়ে বিস্ফোরণকে ঘিরে রাজনৈতিক তরজা জমজমাট।

জানা যায়, বৃহস্পতিবার প্রায় সকাল ১১টা নাগাদ কালিয়াচক থানার সুজাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাড়ায় একটি প্লাস্টিক কারখানায় ঘটে এই ক্রাশার বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ। তীব্র আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়। খবর পাওয়া মাত্রই জেলার উচ্চপদস্থ পুলিশকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। শুরু হয় উদ্ধার কাজ।কর্মরত শ্রমিকদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে প্লাস্টিক থেকে দানা তৈরির ক্রাশার মেশিনে এদিন ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই সময় কারখানায় যাঁরা কাজ করছিলেন তাঁদের মধ্যে পাঁচজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে ১০০ থেকে ২০০ মিটার দূরত্বে ছড়িয়ে যায় দেহের অংশ। যাঁরা আহত হয়েছেন তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় মানুষজন উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

এদিকে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা থেকে হেলিকপ্টারে চেপে মালদায় পৌঁছান রাজ্যের পুর নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। মালদা শহরের ঘোড়াপীর এলাকায় হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণ করে।সেখান থেকে সড়ক পথে তিনি পৌঁছান কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্যসভার সাংসদ মৌসুম নূরসহ অন্যান্য নেতৃত্ব।

ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ‘একটি দুর্ঘটনা ঘটেছে এবং ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের চিকিৎসা চলছে। যারা মারা গেছেন তারা প্রত্যেকে শ্রমিক। সরকারের পক্ষ থেকে মৃত এবং আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।‘যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারকে ২ লাখ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে মৃত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। এরপর তিনি বিস্ফোরণে মৃত শ্রমিকদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। তাদের পাশে থাকার আশ্বাস দেন ফিরহাদ হাকিম।

 

জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘যন্ত্রের কোনও ত্রুটির জন্যই এতবড় বিপর্যয় ঘটেছে। গোটা বিষয়টি আমাদের বিশেষ টিম খতিয়ে দেখবে। খুব বড় মাপের বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলেই মারা গেছেন চারজন। পরে হাসপাতালে মারা যান আরও একজন।“জানা গিয়েছে, ওই প্লাস্টিক কারখানায় প্রায় ৫০ জন শ্রমিক কাজ করতেন। স্থানীয় এক ব্যবসায়ী ওই কারখানাটির মালিক।

RELATED ARTICLES

Most Popular