নিজস্ব সংবাদদাতা, গোয়ালতোড় :- মকরের আগের রাতেই জোড়া দুঃসংবাদ এসে পৌঁছালো পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় থানা এলাকায়। শুক্রবার হাতি তাড়াতে গিয়ে হুলার আগুনে পুড়ে গুরুতর আহত স্কুল পড়ুয়া তুহিন মাহাতর মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সেই খবর শাঁখাভাঙাতে এসে পৌঁছিল বুধবার সকালেই আর রাতে খবর এল গোয়ালতোড়েরই হুমগড়ে হাতির হামলায় প্রাণ গিয়েছে আরেক যুবকের। এদিন সকালেই পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানা এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়েছিল এক মহিলার। সব মিলিয়ে হাতি সম্পর্কিত ঘটনায় মকর উৎসবের আগের দিনেই জেলায় প্রাণ গেল তিনজনের।
বনদপ্তর সুত্রে জানা গিয়েছে প্রায় এক সপ্তাহ আগে পিড়াকাটা বনাঞ্চলের এলাকা থেকে একপাল হাতি গোয়ালতোড় বনাঞ্চলে প্রবেশ করে। সেই হাতির পাল বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, নষ্ট করছে আলুর সহ মাঠের ফসলের। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন প্রায় ৩০ -৩৫ টি হাতির একটি পাল গোয়ালতোড়ের হুমগড় রেঞ্জের বগড়ি, দোলবাগান, সুনিয়াকোন প্রভৃতি এলাকার মাঠে দাপিয়ে বেড়ায় ও আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এদিন রাত্রি প্রায় নয় টা নাগাদ হাতির পালটি হুমগড় পেট্রোল পাম্পের সামনে বগড়ির মাঠে নামে। তখনই এক যুবক হাতির সামনে পড়ে যায়। একটি হাতি তাকে শুঁড়ে তুলে মাটিতে আছাড় মেরে পায়ে করে চেপে দেয়।
ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই যুবক। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর যায় বনদপ্তরে। বনকর্মীরা হুলা টিম নিয়ে আসলেও দীর্ঘক্ষণ মৃতদেহ উদ্ধার করতে পারেন নি। কারন দাতালের ওই পালটি মৃতদেহটিকে ঘিরে রাখে। পরে অনেকক্ষণের চেষ্টায় হাতি গুলিকে সরিয়ে মৃতদেহ উদ্ধার করে। হাতি গুলি বর্তমানে ইছারার মাঠে রয়েছে৷ তবে মৃত ওই যুবকের নাম ঠিকানা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ ও বনদপ্তর।
এদিনের প্রথম দুঃসংবাদ টি এসেছিল আজ সকালেই। গত শনিবার রাত্রে হাতি তাড়াতে গিয়ে হুলার আগুনে পুড়ে গুরুতর আহত হয় গোয়ালতোড়ের শাখাভাঙ্গা গ্রামের স্কুল পড়ুয়া তুহিন মাহাত। গুরুতর আহত অবস্থায় তাকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত্রে মারা যায়৷ মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতের পরিবারকে সমস্ত রকম সহায়তা করা হবে৷ এদিকে গোয়ালতোড়ের মাইলিসাই রেঞ্জের কুমারী, কড়াসাই, কাদড়া, বাটশোল প্রভৃতি গ্রামে ৪০-৪৫ টির একটি হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে। আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। বনদপ্তরের পক্ষ থেকে হাতি তাড়ানোর কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি এই অভিযোগে স্থানীয় চাষীরা এদিন মাইলিসাই রেঞ্জ অফিসে গিয়ে বিক্ষোভ দেখায়। পরে বনদপ্তরের পক্ষ থেকে হাতি তাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ উঠে যায়৷
বুধবারই সকালে গোয়ালতোড় থেকে ৬০ কিলোমিটার দুরে কেশপুর ব্লকের আনন্দপুর থানার খড়িগেড়িয়াতে চাষের কাজ করার সময় হাতির হামলায় মৃত্যু হয় গীতা ঘোষ নামক ৪৫বছরের মহিলার। চন্দ্রকোনা থেকে তাড়া খেয়ে দলছুট একটি দাঁতাল এসে পড়েছিল খড়িগেড়িয়াতে। সেই সময় তার মুখে পড়ে যায় গীতা। শুঁড়ে তুলে তাঁকে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সব মিলিয়ে জঙ্গলমহলে মকর উৎসবের আগের দিনই তিনজনের মৃত্যুতে ফিকে হয়ে গেছে ওই সব এলাকার আনন্দ।