Homeএখন খবরলকডাউনের মধ্যেই বাঁকুড়ায় পুড়ে ছাই কোটি টাকার বাজার, মাথায় হাত ব্যবসায়ীদের

লকডাউনের মধ্যেই বাঁকুড়ায় পুড়ে ছাই কোটি টাকার বাজার, মাথায় হাত ব্যবসায়ীদের

নিজস্ব সংবাদদাতা: লকডাউনে চৌপাট ব্যবসা। মনে আশা লকডাউন কেটে গেলে একদিন দোকান খুলবেন। আস্তে আস্তে পুষিয়ে নেবেন ক্ষয়ক্ষতি কিন্তু সে আশায় ছাই ফেলে দিল এক বিপর্যয় ।বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাঁকুড়ার প্রায় সাড়ে তিনশো কাপড়ের দোকান। বুধবার দুপুরে আচমকাই আগুন ধরে যায় বড়জোড়ার বিজয় বাজারে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে ততক্ষণে কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে বাজার।

জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বড়জোডার বিজয় বাজার এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এরপরই স্থানীয়দের নজরে পড়ে আগুনের উৎসস্থল। দেখতে পান দাউদাউ করে জ্বলছে দোকান। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলেও। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন। তবে ততক্ষণে পুড়ে ছাই ওই বাজারের প্রায় সাড়ে তিনশো কাপড়ের দোকান। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। আগুন সম্পূর্ণ নেভার পরই উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা।

একেই লকডাউনে বন্ধ আয়। তার মধ্যে এদিনের অগ্নিকাণ্ডে মাথায় হাত ব্যবসায়ীদের। কয়েক লক্ষ টাকা করে ক্ষতি হয়েছে সকলেরই। বাজার কমিটির সম্পাদক অলোক মুখোপাধ্যায় বলেন, ওই বাজারে মোট সাড়ে চারশো দোকান রয়েছে। এদিনের অগ্নিকাণ্ডে সাড়ে তিনশো দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই ভয়ংকর ক্ষতির মুখে ব্যবসায়ীরা। প্রসঙ্গত, এদিনই বড়জোড়া এলাকার ঘুটগোড়িয়ায় পরিতক্ত কারখানায় আগুন লাগতে দেখে স্থানীয় মানুষজন দলকে খবর দেয় দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষনে সব শেষ।

RELATED ARTICLES

Most Popular