ওয়েব ডেস্কঃ দিন দুয়েক আগেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, কেন্দ্রের অনুমতি না নিয়ে রাজ্যগুলি সাপ্তাহিক লকডাউনের পথে হাঁটতে পারবে না। যদিও কেন্দ্রের নির্দেশিকা জারি করার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে। এছাড়াও কেন্দ্রের আপত্তি সত্ত্বেও যেহেতু আগেই ঘোষণা করা হয়েছে, সেকারণে সেপ্টেম্বরের ৭, ১১, ১২ তারিখে গোটা রাজ্যে লকডাউন পালন করা হবে। একই সাথে রাজ্যে মেট্রো রেল পরিষেবা ৮ সেপ্টেম্বর থেকে বিধিনিষেধ মেনে চালু করা হবে।
এদিকে, আনলক ৪ এও খুলছেনা স্কুল, কলেজ। ফলে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, কোচিং সেন্টার বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল, মনোরঞ্জন পার্ক আর থিয়েটারও। অন্যদিকে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে কন্টেইনমেন্ট জোনের বাইরে ওপেন থিয়েটার খোলার অনুমতি দেওয়া হয়েছে। যদিও, স্থানীয় প্রশাসন অনুমতি না দিলে কোনোভাবেই তা সম্ভব হবে না ।পাশাপাশি রাজ্যে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা।
কেন্দ্র সরকারের আনলক ৪ এর নির্দেশিকা অনুযায়ী, কন্টেইনমেন্ট জোন বাদ দিয়ে রাজ্যগুলি কোনোভাবেই নিজেদের ইচ্ছেমতো সাপ্তাহিক কিংবা স্থানীয় লকডাউন ঘোষণা করতে পারবে না। যদি কোনো রাজ্য কন্টেইনমেন্ট জোন ছাড়া লকডাউন ঘোষণা করতে চায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কেন্দ্রের থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। তবে যেহেতু আনলক-৪ শুরুর আগেই রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, সেকারণে সেপ্টেম্বর মাসের ৭,১১ আর ১২ তারিখে লকডাউন পালন করা হবে।
আর সোমবার রাজ্য সরকারের তরফে আনলক-৪ এর নির্দেশিকায় সেপ্টেম্বর মাসের তিনদিন লকডাউন জারি করা হয়েছে। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লকডাউন নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের সৃষ্টি হতে পারে বলেই মনে করা করছেন একাধিক মহল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র তিন দিনের লকডাউনে অনুমতি দিয়েছে।