Homeএখন খবরদ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারত ৫ উইকেটে ৩৮৭ রান করল

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারত ৫ উইকেটে ৩৮৭ রান করল

 গৌরনাথ চক্রবর্ত্তী:বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছে ভারত ও ওয়েস্ট ইণ্ডিজ।এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইণ্ডিজের অধিনায়ক পোলার্ড। ভারতের দুই ওপেনার দুর্দান্ত সেঞ্চুরি করেন।রোহিত শর্মা ১৩৮ বলে ১৫৯ রান করেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রোহিত১৭ টি চার ও ৫ টি ছয়ের সাহায্যে ১৫৯ রান করেন।কে এল রাহুল ১০৪ বলে ১০২ রান করেন। রাহুল ১০২ রান করতে ৮টি চার ও ৩টি ছয় মারেন। অধিনায়ক বিরাট কোহলি কোনো রান না করেই আউট হন।   শ্রেয়স আয়ার ৩২ বলে দুর্দান্ত ৫৩ রান করে আউট হন।ঋষভ পন্থ ১৬ বলে ৩৯ রান করে আউট হন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কেদার যাদব ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন।জাদেজা ০রানে অপরাজিত থাকেন।ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৭ রান করেন।ওয়েস্ট ইণ্ডিজের কটরেল ৯ ওভারে ৩৩ রান দিয়ে ২ টি উইকেট পান।পোলার্ড, পল ও জোসেফ প্রত্যেকেই ১ টি করে উইকেট পান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সিরিজ জিততে
ওয়েস্ট ইণ্ডিজকে  ৩৮৮ রান করতে হবে।সিরিজে টিকে থাকতে হলে
আজকে ভারতকে জিততেই হবে।কারণ তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যে ওয়েস্ট ইণ্ডিজ ১-০ এগিয়ে রয়েছে।এখন দেখা যাক শেষপর্যন্ত কোন দল জেতে।

RELATED ARTICLES

Most Popular