নদীর পাড়ে জোড়া দগ্ধ লাশ ঘিরে জনতা |
নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় হুগলি নদীর চর থেকে দুটি অঙ্গার হয়ে যাওয়া লাশ উদ্ধার করল পুলিশ। দুর্গাচক থানার ঝিকুরখালি এলাকার নদীর চরে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দেহ দুটি জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা। কোনও চিতা ছাড়াই নদীর চরে লাশ দুটি জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশে, সংগে সংগে ছুটে আসে পুলিশ। অগ্নিদগ্ধ অবস্থায় দুটি অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার করে তারা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মৃতদেহ দুটির একটি নিশ্চিত ভাবেই মহিলার মনে করলেও অন্য দেহটি নিয়ে ধন্দে পুলিশ। পুলিশ জানিয়েছে, সম্ভবত পেট্রোল ঢেলেই পুড়িয়ে দেওয়া হয়েছে মৃতদেহ দুটি। দুটি মৃতদেহই এমন ভাবে পুড়ে গেছে যে সনাক্ত করা মুশকিল। কিছু লক্ষন দেখে একটি দেহ মহিলার বলে মনে হলেও অপরটি সম্বন্ধে কিছুই বলা যাচ্ছেনা , এমনকি ফরেনসিক পরীক্ষা না হওয়া অবধি বয়সও বলা মুশকিল মৃতদেহ দুটির।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুর্গাচক শহর থেকে প্রায় ৬কিলোমিটার দুরত্বে একেবারে ফাঁকা জায়গায় ওই ঘটনাস্থল। হলদিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হলেও গ্রাম্যতা কাটেনি ঝিকুরখালির। নদীর পাড় ঘেঁষে নির্জন এলাকায় এখনও প্রাকৃতিক ক্রিয়া কর্ম সারতে যান অনেকেই। এদিন ভোরের আলো ফোটার আগেই সেই কাজে গিয়ে কয়েকজন গ্রামবাসীর নজরে পড়ে দাউ দাউ করে জ্বলছে দেহ দুটি। পড়ি মরি করে আসে তারা। তাঁদের কাছ থেকেই খবর যায় পুলিশের কাছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে প্রাথমিক খোঁজ খবরে দুর্গাচক ও আশেপাশের স্থানীয় থানা এলাকায় এক সংগে দু’জন নিখোঁজ হয়ে আছেন এমন খবর নেই। তবুও আরও খোঁজ নিচ্ছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নদীর অপর পাড় অর্থাৎ দক্ষিন ২৪পরগনা জেলার দিক থেকে ২ জনকে খুন করার পর তাঁদের মৃতদেহ জলপথে নিয়ে এসে রাতেই এ পাশের চরে নিয়ে এসে তরল দাহ্য ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনেকক্ষণ অবধি মৃতদেহ পুরোপুরি পুড়ে না যাওয়ায় আলো ফোটার আগেই ফেলে রেখে পালিয়েছে তারা। প্রাথমিক ধারনা, খুন করে এখানে দেহ দুটি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল। পুলিশ এ বিষয়ে মেরিন পুলিশের সাহায্য নিতে পারে। রাতে বা ভোরের দিকে নদী গর্ভে টহল দেওয়ার সময় তাদের নজরে কোনও জলযান পড়েছিল কিনা খবর নিচ্ছে পুলিশ।