নিউজ ডেস্ক: এবার বাংলার টলিউড অভিনেত্রী তথা সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্রকে ফোনে লাগাতার অশালীন মেসেজ এবং খুনের হুমকির অভিযোগ উঠল। বর্ধমানের এক বিজেপি কর্মীকে এই অভিযোগেই শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। সৌমেন ঘোষাল নামে ওই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। তথ্যপ্রযুক্তি আইনে দায়েরও হয়েছে মামলা।
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে ফোনে ওই ব্যক্তি বিরক্তি করছিলেন সোনারপুরের বিধায়ক লাভলিকে। বারংবার খুনের হুমকি কিংবা দেখে নেওয়ার কথা বলা হচ্ছিল। এরপর ফোন নম্বর ব্লক করে দেওয়ার পরও থামেননি বর্ধমান গলসির বাসিন্দা সৌমেন ঘোষাল। এরপর হোয়াটসঅ্যাপে ফোন এবং ম্যাসেজ করে অশালীন মন্তব্য করা হয় লাভলিকে।
শুধু তাই নয়, সেখানেও দেওয়া হয় খুনের হুমকি। পাশাপাশি প্রত্যেকটি মেসেজের শেষে লেখা ছিল, ‘বিজেপি জিন্দাবাদ।’ এরপরই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন লাভলি। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তখনই সামনে আসে গলসির সৌমেন ঘোষালের নাম। ওই বিজেপি কর্মীকে এরপর শুক্রবার রাতেই বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। আপাতত সৌমেনকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের আধিকারিকরা।
এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ লাভলি। এই ঘটনা নিয়ে লাভলি মৈত্র জানিয়েছেন, “শুক্রবার সকাল থেকে একটি নম্বর থেকে আমার কাছে ফোন আসছিল। আমাকে দেখে নেওয়ার, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। ফোন নম্বর ব্লক করে দেওয়ার পর একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে শুরু করে। নোংরা ভাষায় আমাকে মেসেজ করা হয়। প্রত্যেকটা স্ক্রিনশট আমার কাছে রয়েছে। প্রত্যেকটা মেসেজের শেষে লেখা বিজেপি জিন্দাবাদ।”