ডিজিটাল ডেস্ক: চীনের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে তাদের নতুন কম্পিউটার অপারেটিং সিস্টেমে তৈরির পরিকল্পনা করছে। খুব শীঘ্রই তারা এই অপারেটিং সিস্টেমটি আনতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বহুল জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ তারা ব্যবহার করতে পারে না যার জন্য তাদের অনেক অসুবিধা হয়। তার জন্য এবার তারা স্বনির্ভর হতে তারা তৈরি করছে নতুন অপারেটিং সিস্টেম যার নাম হারমোনি ওএস ২.০। আর এর মধ্যে যে প্রসেসর থাকবে সেটি হল কুনপেং।
ইতিমধ্যেই হুয়াওয়ের ওয়েবসাইট হুয়াওয়েসেন্ট্রাল থেকে জানা গেছে যে কম্পিউটার তৈরিতে চীনের বেশ কিছু শহরে সাপ্লাই চেইনের কাজ শুরু দিয়েছে তারা।
কম্পিউটার ছাড়াও টিভি, স্মার্টওয়াচ ও কার ইন্টারফেসসহ অন্যান্য ডিভাইসে হারমনি ওএস ব্যবহার করবে হুয়াওয়ে। আর্থাৎ হুয়াওয়ে এমন একটি অপারেটিং সিস্টেম নির্মাণ করছে যা অনেক ধরনের ডিভাইসে ব্যবহার করা যাবে এবং এসব ডিভাইস একে অপারের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারবে। সব ডিভাইস যাতে একে অপারের সঙ্গে কানেক্টেড থাকতে পারে সেই কথা মাথায় রেখেই এই অপারেটিং সিস্টেম তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে হুয়াওয়ে।
হারমোনিওস চীনে হংমেং সিস্টেম নামে পরিচিত। এই সিস্টেমে ফাইভজিভিত্তিক সমস্ত আইওটি ডিভাইসে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।