Homeটেক আপডেটজানেন কি কেন বাতিল ৫৯টি তালিকায় নাম নেই পাবজি আর জুমের

জানেন কি কেন বাতিল ৫৯টি তালিকায় নাম নেই পাবজি আর জুমের

বিশেষ প্রতিবেদন , টেক ডেস্ক : গতকাল রাতেই সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে বাতিল করা হয় টিকটক ও হেলোর পাশাপাশি আরো ৫৯ টি অ্যপেস । কিনতু সেই তালিকাতে পাওয়া গেলোনা পাবজি বা জুমের নাম। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই একাংশের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এদিকে কিছু দিন আগেই জুম সফটওয়্যার নিয়ে সতর্ক করা হয়েছিল ব্যবহারকারীদের কিন্তু তা সত্ত্বেও ওই তালিকাতে এর নাম না থাকায় অনেকেই ক্ষুব্ধ ।

তবে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি জুম বা পাবজি দুটোর কোনোটিই চীনের অ্যপস নয়। পাবজি একটি সাউথ কোরিয়ান সংস্থার তৈরি ও অন্যদিকে জুম সফটওয়্যার এর উৎপত্তি আমেরিকার একটি সংস্থার ।

আর তালিকাতে থাকা সফটওয়্যার গুলির বেশিরভাগ এর উৎপত্তি চীন ও বাতিলের কারন তথ্য চুরি। সূত্রের খবর
জুম এর এই ত্রুটি থাকলেও তা আপডেটের মাধ্যমে ফিক্স করে নেয়া হয়েছে অন্যদিকে পাবজি সম্পর্কে এই ধরনের কোনো রিপোর্ট মেলেনি। স্বভাবতই তালিকাতে ওই দুটি সফটওয়্যার এর নাম না থাকাটাই স্বাভাবিক।

RELATED ARTICLES

Most Popular