ডিজিটাল ডেস্ক: নিত্যদিন হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচারস এনে থাকে। এবার কিউআর কোড স্ক্যান করেই কনট্যাক্ট অ্যাড করার সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। ফলে স্মার্টফোনে নম্বর সেভ না করেই চ্যাট শুরু করা যাবে।
সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে যে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের মাধ্যমে সরাসরি কিউআর কোড স্ক্যান করে চ্যাট শুরু করা যাবে এর জন্য মোবাইল নাম্বার শেয়ার করার কোন প্রয়োজন পড়বে না। তবে ঠিক কবে এই ফিচারটি ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন সেটা এখনো জানা যায়নি। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকের জন্য নতুন এই ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
নতুন ফিচারে প্রত্যেক গ্রাহকের আলাদা কিউআর কোড থাকবে। মেসেজিং অ্যাপের ভিতর থেকেই এই কোড জেনারেট করা যাবে। যে কোন হোয়াটসঅ্যাপ গ্রাহক এই কোড স্ক্যান করে সরাসরি চ্যাট শুরু করতে পারবেন। এর ফলে ফোন নম্বর শেয়ার না করেই হোয়াটসঅ্যাপে চ্যাট শুরু করা যাবে। ইতিমধ্যেই মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, উইচ্যাটের মতো জনপ্রিয় মেসেজিং সার্ভিসে এই ফিচার রয়েছে। ভারতে প্রায় ৪০ কোটি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।