Homeটেক আপডেটসাধ্যের মধ্যে অসাধারণ তিনটি স্মার্ট ফোন

সাধ্যের মধ্যে অসাধারণ তিনটি স্মার্ট ফোন

টেক ডেস্ক: হঠাৎ করে হাতে থাকা ফোনটি খারাপ হয়ে গেলে দুঃশ্চিন্তার আর শেষ থাকে না। হুট করে ফোন কিনে ফেলাও সম্ভব নয়, ভালো ফিচার তো চাই-ই, সেই সাথে আবার খেয়াল রাখতে হবে পকেটের দিকেও। তাই আপনিও যদি এমন সমস্যার মুখে পড়েছেন, তবে আপনার জন্য থাকছে কিছু স্মার্ট ফোনের সন্ধান, যার রয়েছে দুর্দান্ত ফিচার এবং এতে আপনার পকেটেও খুব একটা টান পড়বে না।

Motorola Moto E7 Plus
Motorola Moto E7 Plus -এর দাম ৯,৪৯৯ টাকা। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির অক্টাকোর প্রসেসর। অ্যান্ডয়েড ১০ অপারেটিং সিস্টেমের ওপর চলে এই স্মার্টফোনটি। স্মার্টফোনটিকে দেওয়া হয়েছে ৫,০০০ mAh- এর ব্যাটারি। ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে ৪৮ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে রয়েছে ২ মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা। এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

Infinix Hot 10
Infinix Hot 10 এর দাম ৮,৯৯৯ টাকা থেকে শুরু। Infinix এর এই নতুন ফোন Hot 10 তে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চি HD+ ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ৬ জিবি র‍্যামের এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেঁছে নিতে পারেন বলে জানা গেছে। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও জি৭০ প্রসেসর। ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যেখানে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ । সেলফির জন্য ফোনটিতে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে কোম্পানি তরফ থেকে। এই স্মার্টফোনে ৫০২০ mAh ব্যাটারির সাথে ১০W এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

Realme Narzo 20 A
Realme Narzo 20 সিরিজের 20A একটি অন্যতম এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসেবে উঠে এসেছে। Realme-র এই নতুন ফোন Narzo 20A তে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি মিনিড্রপ ফুলস্ক্রিন ডিসপ্লে। গ্রাহক ফোনটি কেনার সময় ৩/৪ জিবি র‍্যামের এবং ৩২/৬৪ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্প বেছে নিতে পারেন। ফোনটিতে দেওয়া হয়েছে Snapdragon 665 প্রসেসর। ফটোগ্রাফির দিক থেকে বললে ফোনটিতে ১২ মেগাপিক্সলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে ৫০০০ mAh ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে ।

RELATED ARTICLES

Most Popular