Homeটেক আপডেটএই মাস্ক পরলেই জানতে পারবেন আপনি করোনা আক্রান্ত কিনা

এই মাস্ক পরলেই জানতে পারবেন আপনি করোনা আক্রান্ত কিনা

ডিজিটাল ডেস্ক:  ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বায়োইঞ্জিনিয়ারিং ল্যাব ও হাভার্ড ইউনিভার্সিটির গবেষকরা নতুন প্রযুক্তির একটি ফেস মাস্ক তৈরি করেছেন যার মাধ্যমে ব্যক্তির শরীরে করোনা ভাইরাস প্রবেশ করেছে কিনা সেটি বোঝা যাবে। এই মাস্ক ভাইরাস শনাক্ত করে লাইট জ্বালিয়ে সিগনাল দিতে পারবে যার মাধ্যমে সহজেই বোঝা যাবে যে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস আছে কিনা।

রোগীর হাঁচি-কাশি বা নিঃশ্বাসের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেই মাস্কটিতে আলো জ্বলে উঠবে এই গবেষণাটি সফল হলেই আর গায়ের তাপমাত্রা মেপে আর জ্বর পরীক্ষা করার প্রয়োজন পড়বে না।

এর ব্যবহারে সবচেয়ে বড় সুবিধাটি পাবেন ডাক্তাররা তারা কোনো পরীক্ষা ছাড়াই রোগীর শরীরে কোন ভাইরাস আছে কিনা তা সনাক্ত করে নিতে পারবেন। এর ফলে রোগীর শরীরের নমুনা ল্যাবে পাঠিয়ে সেটা পরীক্ষা করার প্রয়োজন পড়বে না অনেক দেশেই নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করাতে গিয়ে অনেক সময় লেগে যাচ্ছে যার ফলে সঠিক সময়ে ভাইরাস আক্রান্ত কিনা সেটি বোঝা যাচ্ছে না। যার ফলে অনেক রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং অনেকেই মারাও যাচ্ছেন।

গবেষণা দলটির প্রধান জিম কলিন্স জানিয়েছেন, এখনো মাস্কটি তৈরির প্রথম ধাপে রয়েছে ধীরে ধীরে এটি কে বানানো হবে বলে তিনি জানিয়েছেন বর্তমানে লালা থেকে নমুনা করোনাভাইরাস শনাক্তকারী সেন্সরের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন তারা। এছাড়াও কোথায় সেন্সর লাগানো হবে সে নিয়ে এখনও গবেষণা চলছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রকল্পটির বাস্তব রূপ দেখানো হবে। এরপর পরীক্ষামূলকভাবে এর ব্যবহার শুরু করা যাবে।

এর আগে ইবোলা, সার্স, ইনফ্লুয়াঞ্জা, হেপাটাইটিস সি ও অন্যান্য ভাইরাস শনাক্তেও সেন্সর তৈরি করেছে এমআইটির বায়োইঞ্জিনিয়ারিং ল্যাবটি।[appbox operaaddons ]

RELATED ARTICLES

Most Popular