ডিজিটাল ডেস্ক: ইউরোপে MediaTek Helio G90T চিপসেটের সাথে লঞ্চ হল Realme 6s। ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যমেরা থাকছে এটিতে। সঙ্গে থাকছে 4,300 mAh এর ব্যাটারি। সাদা ও কালো এই দুটি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
এর দাম
Realme 6s-এর দাম 199 ইউরো যা ভারতীয় মুদ্রায় (প্রায় 16,500 টাকা)। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
স্পেসিফিকেশন
ডুয়াল সিম Realme 6s এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি FHD+ 90Hz ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G90T চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
Realme 6s -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জিং। এই ফোনটির ওজন 191 গ্ৰাম