ওয়েব ডেস্ক : আমফান কেটে গিয়েছে প্রায় ২ মাস অতিক্রান্ত, তবু এই নিয়ে বিতর্কের শেষ নেই। এতদিন শোনা গিয়েছে আমফানের ক্ষতিপূরণের টাকা বিভিন্নভাবে আত্মসাৎ করেছে তৃণমূল। অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই ক্ষতিপূরণের টাকা পায়নি আর যারা পেয়েছে তাদের আদৌ ক্ষতিপূরণের প্রয়োজন নেই। কিন্তু এবার তৃণমূলের এক নেতার কীর্তি শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দারা। ত্রাণের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল শাসকদলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুরের বোড়াই পহলামপুর গ্রাম পঞ্চায়েতের মহম্মদপুরে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ওই শাসক দলের ওই নেতার বিরুদ্ধে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল নেতার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
এবিষয়ে নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, আমফানে তাদের টালির চালের বাড়ি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে স্থানীয় তৃণমূল নেতা রমেশ পালের কাছে একটা ত্রিপলের অনুরোধ জানান ওই গৃহবধূ। এমনকি যেহেতু তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই মুখ্যমন্ত্রীর দেওয়া ২০ হাজার টাকা ক্ষতিপূরণেরও দাবি জানান ওই গৃহবধূ। অভিযোগ, অভিযুক্ত শাসকদলের ওই নেতা তাঁকে ত্রিপল ও ক্ষতিপূরণের টাকা দুইই পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে বলে।
এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই সোমবার নির্যাতিতা ওই গৃহবধূর সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা পাল। এমনকি তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে সিঙ্গুর থানায় অভিযোগও দায়ের করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনার প্রতিবাদে সোমবার বিজেপি নেতৃত্বের তরফে সিঙ্গুর থানার সামনে প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান দলীয় নেতারা নেতাকর্মীরা। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভ তুলে দেন।
এঘটনায় সিঙ্গুর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “প্রধানমন্ত্রীর ত্রাণ পেতে হলে বিনিময়ে তৃণমূলের কুপ্রস্তাবে সাড়া দিতে হবে।” পাশাপাশি সিঙ্গুরের তাপসী মালিকের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “তাপসী মালিকের পরিবার আজও বিচার পায়নি। কারণ তৃণমূল নেত্রী সুযোগ বুঝে সিংহাসনে বসার জন্য ব্যবহার করেছেন। ব্যবহার করার পর ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দিয়েছেন।” এবিষয়ে অগ্নিমিত্রা পলকে সিঙ্গুর ব্লক তৃণমূল সভাপতি মহাদেব দাস বলেন, “পুলিশি তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কোনও অপরাধীকে আড়াল করবে না।”