আবার উঠে দাঁড়াও
শুভময় দাস
( ১লা বৈশাখ -১৪২৭)
পয়লা বল্লে “ধুস
কষ্ট কিসের তোর?
সবার জন্যে আনি
আজকে নুতন ভোর” ll
“আজ সকালে ওঠো
আমায় ছুঁয়ে দ্যাখো
কান্নাকটি ভুলে
নতুন পদ্য লেখ “ll
“একলা” মোটেই নয়
তোমরা সাথে আছো
ঝরনা নদী পাহাড়
পিঁপড়ে পাখি গাছওll
নাই বা নতুন জামা
নাইবা হল চড়ক
সত্যি সবই হবে
কেটে গেলেই মড়ক ll
গড়িয়া হাটের মোড়ে
চৈত্র সেল ও হবে
গাজন মেলার মাঠে
আনন্দ সুর রবে ll
হালখাতা ও থাক
নতুন ক্যালেন্ডার ও
মিষ্টি মুখে ভরুক
খুশির বারান্দায় ও ll
পয়লা বল্লে “শোনো
প্রতিটি বৈশাখে
মানুষগুলোই শুধু
আমায় মনে রাখে ll
পয়লা কেটে গেলে
আমি তখন বাসি
ধুলোর পরে ধুলো
জমবে রাশি রাশি ll
তার চাইতে বেশ
এইতো আছি ভালো
দূরত্বটাই থাক
যেমনি ছিলাম কালও” ll
আমি বল্লেম “ভাই
রাখ না অভিমান
প্রায়শ্চিত্ত হোক
আজকে শুচির স্নান” ll
অমনি দেখি তখন
বোশেখ চোখে জল
হাত রেখেছে হাতে
কান্না অনর্গল ll
বল্লে পয়লা বোশেখ
“সবাই থেকো ভালো”
“আবার উঠে দাঁড়াও”
বললে নতুন সালও ll