Homeঅন্যান্যআলিপুরদুয়ারের গোলাবাড়ি বাজারে ভস্মীভূত একাধিক দোকান,রাজনৈতিক অভিসন্ধি নিয়ে ধ্বন্দে ব্যবসায়ীরা

আলিপুরদুয়ারের গোলাবাড়ি বাজারে ভস্মীভূত একাধিক দোকান,রাজনৈতিক অভিসন্ধি নিয়ে ধ্বন্দে ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক : আলিপুরদুয়ার জেলার গোলাবাড়ি বাজারে রাতের অন্ধকারে পুড়ে গেল তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হল পাঁচটি দোকান ।আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 2 নং ব্লকের চাপরের পাড় দুই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বড়চৌকি গোলাবাড়ি বাজারে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা বিষয়টির পেছনে তা স্পষ্ট নয় বলে জানান ব‍্যবসায়ীরা । গোলাবাড়ি বাজারে তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেছে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি দোকান । ব‍্যবসায়ীদের অভিযোগ দোকানে আগুন লাগানোর চেষ্টা করেছে দুষ্কৃতীরা । যদিও রক্ষা পেয়েছে গোটা বাজারটি বাজারের পাশেই বেশ কয়েকটি বাড়ি ।

প্রাণে বেঁচে গেছেন ব্যবসায়ী থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। আতঙ্কিত ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন । ব‍্যবসায়ীরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে 20 থেকে 25 লক্ষ টাকা। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে রাত আড়াইটা নাগাদ হঠাৎই বাজারে বোম ফাটার শব্দ পান তারা তড়িঘড়ি উঠে দেখেন দাউদাউ করে জ্বলছে স্থানীয় ব‍্যবসায়ী প্রতাপ রায়ের মুদি দোকান ,কলিন দেবনাথের গুদামঘর,গুণেশ্বর দেবনাথের ঘর এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে দুখো অধিকারির ঘর, সঞ্জীব সরকারের মুদি দোকান,কৈলাস বর্মন ও রঞ্জিত রায় এর দোকান ।স্থানীয় মানুষের তৎপরতায় এবং আলিপুরদুয়ার থেকে আসা দমকলের একটি ইঞ্জিন এর সহযোগিতায় গোটা বাজার টিকে রক্ষা করতে পেরেছেন তারা। ‌ এলাকার পঞ্চায়েত সদস্য বিষয়টিতে রাজনৈতিক দ্বন্দ্ব নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন । গোটা বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মত চাপা উত্তেজনা রয়েছে তারা লিখিতভাবে আলিপুরদুয়ার থানায় অভিযোগ জমা দেবেন বলে জানিয়েছেন। ‌

RELATED ARTICLES

Most Popular